বরাবরের মতো এবারও গানের একক সংগীতানুষ্ঠানে ঈদ মাতাবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তবে এবার কি গান গাইবেন তা কিছুই জানা যায়নি। খুব শিগগিরই ঘোষণা আসবে বলে জানা যায়। এখন চলছে গান নির্বাচনের কাজ। সব ঠিক হলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ড. মাহফুজুর রহমানের টেলিভিশন চ্যানেলের একটি সূত্র গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছে, ঈদের রাতে (১০ জুলাই) একগুচ্ছ গান নিয়ে হাজির হবেন তিনি।
জানা গেছে, ইতোমধ্যে গানগুলোর রেকর্ডিং ও ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। মাঝে কিছুদিন ড. মাহফুজুর রহমান দেশের বাইরে থাকায় কোনো আপডেট জানাতে পারেননি। তবে অনুষ্ঠানের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। গানগুলোর ভিডিও দেখার পর অনুষ্ঠানের নাম চূড়ান্ত করবেন তিনি।
সর্বশেষ গেল রোজার ঈদে ‘তুমি আমার প্রেয়সী’ নামের অনুষ্ঠানে একক সংগীত পরিবেশনা করেন ড. মাহফুজুর রহমান। সেখানে গানগুলো লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ ও রাজেশ ঘোষ। সুরা দিয়েছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। এটিএন বাংলার স্টুডিওতেই গানগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়। যেখানে একটি দৃশ্যে হাতে হারিকেন নিয়ে গান করেছেন মাহফুজুর রহমান। বিষয়টি বেশ আলোচনায় এসেছিল।
এর আগে গেল ২০১৬ সালের ঈদুল আযহায় মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান প্রচার হয় এটিএন বাংলায়। এরপর থেকেই নিয়মিত গান গেয়ে চলেছেন তিনি।
You must be logged in to post a comment.