বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:০১ অপরাহ্ন

এফডিসিকে দেড় একর জমি দিল বিটিভি

ফোরাম প্রতিবেদক / ১১৫ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২৩
এফডিসিকে দেড় একর জমি দিল বিটিভি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সিনেমা তৈরির জন্য চট্টগ্রামে হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শাখা। শহরের পাহাড়তলীতে বাংলাদেশের টেলিভিশনের নিজস্ব এক একর ৩৭ শতক জায়গা এফডিসির কাছে হস্তান্তর করা হয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের পাহাড়তলীতে ১ একর জায়গা ব্যবহারিক ভিত্তিতে বিটিভি সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় এফডিসি’র কর্তৃপক্ষের। সেসময় বিটিভির সাবেক মহাপরিচালক সোহরাব হোসেন ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এ বিষয়ক এক দলিলে স্বাক্ষরও করেন।

অবশেষে আজ (১০ সেপ্টেম্বর) জমি এফডিসিকে হস্তান্তর করা হয়েছে। বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আওতাধীন পাহাড়তলীর জমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) হস্তান্তরের চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

‘আমার সুন্দরী বউ আপনাদের বোন’‘আমার সুন্দরী বউ আপনাদের বোন’
‘দরদ’-এ চুক্তিবদ্ধ হননি শাকিব, কথা বলতে চান না মামুন‘দরদ’-এ চুক্তিবদ্ধ হননি শাকিব, কথা বলতে চান না মামুন
চট্টগ্রামে এফডিসিকে জায়গা দেওয়ার জন্য বিটিভিকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘দেশের দ্বিতীয় বৃহত্তম নগর চট্টগ্রামে এফডিসির একটি স্থাপনা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আনন্দ ও উৎসাহের।’

এসময় সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে বিটিভি’র পক্ষে মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম ও বিএফডিসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান