বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

এনটিভির ঈদ আয়োজনে ২৮টি নাটক

ফোরাম প্রতিবেদক / ৩১২ জন দেখেছেন
আপডেট : জুলাই ৯, ২০২২
এনটিভির ঈদ আয়োজনে ২৮টি নাটক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ঈদ আয়োজনে থাকছে ২৮টি বিশেষ নাটক ও সাত পর্বের একটি ধারাবাহিক।

এই আয়োজনে ‘উত্তরাধিকার’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধেছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম ও তারিন জাহান। শামীম সিকদারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান।

‘উত্তরাধিকার’ নাটক এগিয়েছে দুই দম্পতির জীবনের গল্পে। যেখানে রুমা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে তারিন জাহানকে ভালোবাসে বিয়ে করেছেন মার্জিত ও শান্ত স্বভাবের মোশাররফ করিম। শ্বশুরালয়ে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে দারুণ সুখের সংসার তাঁদের। সেই সংসারে অশান্তি বাধে সন্তান নিয়ে।

সেই অশান্তি গল্পের বাঁকবদল করেছে। সেটা গিয়ে এমন এক পর্যায়ে ঠেকেছে যে নিজের সন্তানকেই দত্তক নিতে হয়েছে মোশাররফ করিমকে। কী এমন ঘটনা, যার জন্য মোশাররফ করিমের এমন পরিণতি, সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়। আর যাঁরা টিভিতে মিস করবেন তাঁরা সাবক্রাইব করে রাখতে পারেন ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেল।

মোশাররফ করিম ও তারিন জাহান ছাড়াও নাটকটিতে দেখা যাবে আজহারুল হক আদিল মায়মুনা ফেরদাউস মমসহ অনেককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান