শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

এনটিভিতে বিশেষ নাটক: গ্রামের ভাইরাল বউ

বিনোদন প্রতিবেদক / ৬০ জন দেখেছেন
আপডেট : জুন ১৫, ২০২৪
এনটিভিতে বিশেষ নাটক: গ্রামের ভাইরাল বউ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদ উল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দিন রাত ১১.০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গ্রামের ভাইরাল বউ’। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, হান্নান শেলী, শেলী আহসান প্রমূখ।

‘উঠানে দাঁড়িয়ে শাবানা গাইছে, গানের তালে তালে তার স্বামী হীরা নাচছে। সেই দৃশ্য ভিডিও করা হচ্ছে। গান গাইতে গাইতে এক সময় শাবানা তাল কেটে ফেলে হীরার মেজাজ খারাপ হয়ে যায়। হীরা নিজে সোস্যাল মিডিয়াতে একজন ভাইরাল লোক। তার বউকে সে ভাইরাল করার চেষ্টা করতেছে কিন্তু বউ কোনোভাবেই ভাইরাল হওয়ার মতো পারফম্যান্স করতে পারছে না। শেষমেষ শাবানা নিজের একটা প্রতিভা খুঁজে পায়। সে ভালো নাচতে পারে। এক সময় স্কুলে নেচে পুরস্কারও পেয়েছে। হীরা খুব খুশি হয়। বউকে নিয়ে নাচার ভিডিও বানায়। এবং সত্যি সত্যি শাবানা ভাইরাল হয়ে যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান