রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

এনটিভিতে নতুন ‘চিরকুমার’

ফোরাম প্রতিবেদক / ৩৬২ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৩১, ২০২২
এনটিভির নতুন ধারাবাহিক ‘চিরকুমার’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এনটিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘চিরকুমার’ প্রচার হবে ১ নভেম্বর থেকে, প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে। পরে নাটকটি প্রচার হবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।

গোলাম রাব্বানীর গল্প অবলম্বনে নাটকটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী ও তুহিন হোসেন এবং পরিচালনা করেছেন তুহিন হোসেন।

এনটিভিতে নতুন ধারাবাহিক ‘শহরবাস’

অভিনয় করেছেন মারজুক রাসেল, ফারিয়া শাহরিন, আরশ খান, শায়লা সাবি, সেমন্তী সৌমী, শরাফ আহমেদ জীবন, সুষমা সরকার, শাহবাজ সানী, শহীদুল্লাহ সবুজ, বাপ্পী আশরাফ, সালাউদ্দীন লাভলু, অনিক প্রমুখ।

গল্পে দেখা যাবে, নিজেকে চিকু ভাগ্যবান বলতেই পছন্দ করে। চিরকুমারের সংক্ষিপ্ত রূপ চিকু। আমাদের গল্পের নায়ক এই চিকু ভাগ্যবান মহল্লার আরও কিছু তরুণদের নিয়ে প্রতিষ্ঠা করে ‘চিরকুমার সংঘ’। তো এই সংঘে ভাগ্যবানের চারদিকে চার হাত ছড়ানো অবস্থা। এক হাতের নাম কিস্তি, যে কিনা জীবনের সকল বিষয়ই কিস্তিতে সমাধান করতে চায়, অন্যজনের নাম সিস্টেম, যে সবাইকে সিস্টেম দিয়েই চলে, ডিজে থাকে একটু ইয়ো মামা টাইপের, আর শীতল একেবারেই নিজের নামের মতোই শীতল ও ধীরগতির।

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘চঞ্চল’ স্রোত

এই সংঘের প্রধান উপদেষ্টা উদাস বাবু শেষ বয়সে বিয়ে করে সংঘ ত্যাগ করে। তার বিবাহিত আত্মার মাগফেরাত কামনা করে মাইকিং করে সংঘের সদস্যরা। কিন্তু বাসর ঘরে যাওয়ার আগেই উদাস বাবুর স্ত্রী নার্গিস বাবুকে ত্যাগ করে চলে যায়। কারণ, নার্গিস জানতে পারে উদাস বাবু সারা জীবন নারীবিদ্বেষী ছিল এবং সে চিরকুমার সংঘের প্রধান উপদেষ্টা ছিল। বহু চেষ্টায় একটা বিয়ে করল সেই বউও চলে গেলো!

এনটিভিতে ‘প্রেম করা নিষেধ’

চিরকুমার সংঘের বিরুদ্ধে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে মনে। মহল্লার চার তরুণী শাবানা, ববিতা, দিতি ও মৌসুমীর সঙ্গেও ফ্রড করে সংঘের নব্য সদস্য ফয়সাল। এই চার কন্যা ও চিরকুমার সংঘের বিরুদ্ধে মাঠে নামে উদাস বাবুর সঙ্গে। শুরু হয় ইঁদুর-বিড়াল খেলা। প্রতিশোধ, পক্ষ-বিপক্ষ না সংসারেই সুখ চিরকুমারে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এগিয়ে যায় গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান