শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০০ অপরাহ্ন

এনটিভিতে ধারাবাহিক নাটক ‘শহরালী’

ফোরাম প্রতিবেদক / ৭৪২ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৩, ২০২০
এনটিভিতে ধারাবাহিক নাটক ‘শহরালী’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এনটিভিতে ধারাবাহিক নাটক ‘শহরালী’ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৮.২০ মিনিটে প্রচার হচ্ছে। এজাজ মুন্না’র রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন – চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, নাদিয়া, শাহনাজ খুশী, মৌটুসী বিশ্বাস, নাবিলা ইসলাম, রিমি করিম, তামিম মৃধা, আহসান হাবিব নাসিম, আব্দুল কাদের, মাসুম বাশার, মিলি বাশার, শফিক খান দিলু, এটিএম রাসেল, রানা প্রমূখ। ‘শহরালী নামের এক শিক্ষিত বেকর যুবক বন্ধুর সন্ধানে জীবনে প্রথম ঢাকা শহরে এসে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। অসহায় শহরালী বন্ধুর ঠিকানা হারিয়ে কোন উপায় খুঁেজ পায় না। সে জানে তার বন্ধু এই শহরেই থাকে। তাইতো সে বেঁচে থাকার সংগ্রামে নামে। শুরু হয় সিকিউরিটি গার্ড হিসেবে তার পথচলা। ছোট্ট চাকরী করার পাশাপাশি সে প্রতিনিয়ত বন্ধুর খোঁজে বের হয়। কিন্তু এই বিশাল শহরে বন্ধুকে খুঁজে পাওয়া কি সহজ? বন্ধুকে খুঁজতে গিয়ে নানা সমস্যায় পড়ে সে। নানান রকম মানুষের সাথে তার পরিচয়ের পর্বে একটি মেয়ের সাথে তার অন্তরঙ্গতা হয়। মেয়েটিই তার শহরে থাকার অবলম্বন। জীবনের নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শহরালী এগিয়ে যেতে থাকে ঠিকই। কিন্তু সন্ধান কি পায় তার বন্ধু সুজনের!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান