কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকা’র সৌজন্যে এনটিভিতে আবারও শুরু হচ্ছে ফ্যামিলি রিয়্যালিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দুই সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানটি এবার আসছে তৃতীয় সিজন নিয়ে।
নতুন এই সিজনে যথারীতি থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেইম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতা সহ নতুন নতুন সংযোজন। ২২ অক্টোবর ২০২৪ ঢাকার হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে ‘কনকা’ পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ নুরুল আফছার, জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার-রিটেইল অপারেশন মোঃ জুলহক হোসাইন, ডিরেক্টর সাজ্জাদ উন নেওয়াজ রাফি, ডিরেক্টর নুরুল আজিম সানি, সম্প্রচার মাধ্যম এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুণ্ডুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ নুরুল আফছার বলেন, ‘কনকার পণ্য যেসব পরিবারে পৌঁছে গেছে তাদের সবাইকে সহ দেশের প্রতিটি পরিবারকে ভালো রাখতে কাজ করে যাচ্ছি আমরা। সেই অব্যাহত প্রচেষ্টারই অংশ কনকা সেরা পরিবার সিজন ৩। এই প্রচেষ্টা ভবিষ্যতেও চলমান রাখতে চাই।’
এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ বলেন, ‘গেল দুই সিজনের চেয়ে এবারের সিজন আরও বেশি সাড়া ফেলবে। কনকা, মিডিয়াকম ও এনটিভি পরিবার এই সাফল্য যাত্রা অব্যহাত রাখতে চায়।’
যেভাবে অংশ নিবেন ‘কনকা সেরা পরিবার’র এবারের সিজনে
‘কনকা সেরা পরিবার’ সিজন ৩-এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২২ অক্টোবর ২০২৪। চলবে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত। এই সময়ের মধ্যে একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো ২ জন সদস্য মিলে একটি দল গঠন করে https://www.ntvbd.com/registration ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এছাড়া দেশজুড়ে ইলেক্ট্রো মার্ট এর শোরুমে এসেও রেজিস্ট্রেশন করা যাবে।
You must be logged in to post a comment.