শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

এটিএন বাংলায় “বৈকুন্ঠের উইল”

ফোরাম প্রতিবেদক / ৮১৯ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৮, ২০১৯
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আসছে এটিএন বাংলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর উপন্যাসের আলোকে নির্মিত ধারাবাহিক নাটক “বৈকুন্ঠের উইল”। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর এবং পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন। নাটকটি প্রযোজনা করছেন এস.জি. প্রোডাকশন। নাটকটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্র লেখা গুহ, ড. এনামুল হক, এস এম মহসীন, আল মনসুর, নরেশ ভুইয়া, রিনা রহমান, ম আ সালাম, রমিজ রাজু, মাহিন মেহজাবিন, সবুজ, টুনটুনি, জোতিকা জ্যোতি এবং ডি এ তায়েবসহ আরো অনেকেই। নাটকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায় এটিএন বাংলায় প্রচার করা হচ্ছে।
বাংলার চেনাজানা সেই গল্প, সম্পত্তি, সৎ ভাই, সৎ মা, গ্রামবাসীর কুচক্রে একটি পরিবার কিভাবে খন্ড খন্ড হয়ে যায়, তাই নিয়ে উপন্যাসটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই নাটকের বিষয়ে নাটকের মূল চরিত্রে থাকা ডি এ তায়েব বলেন- এর পূর্বে এই উপন্যাসের আলোকে অনেক নাটক ও চলচিত্র নিমার্ণ করা হয়েছে কিন্ত জাহাঙ্গীর আলম সুমন এই নাটকটিকে নতুন রূপে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন। আশা করি দর্শকরা নাটকটি উপভোগ করবে। দর্শকদের আহ্বান করছি নাটকটি দেখার জন্য”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান