এটিএন বাংলায় রাত ৮.৪০ মিনিটে প্রচার হচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চীনা ড্রামা সিরিয়াল ‘পালক আকাশে উড়ে’। জেড জে টিভিতে প্রচার হওয়া এই সিরিয়ালটি ২০০৭ সালে সাংহাই চলচ্চিত্র উৎসবে সেরা ড্রামা সিরয়িালের পুরস্কার অর্জন করে। জনপ্রিয় এই সিরিয়ালটি বাংলায় ডাবিং করে প্রচার করা হচ্ছে এটিএন বাংলায়। নাটকের গল্প আবর্তিত হয়েছে একজন সফল ব্যবমায়ীকে ঘিরে। চরম দারিদ্রতার মধ্যে বেড়ে ওঠা এই ছেলেটিই এক সময় সাফল্যের চূড়য় পৌছাতে সক্ষম হয়। গল্পে দেয়া যায়Ñ চ্যান চিয়াং হো একজন অনাথ ছেলে। দূর্গম রাস্তার পাশে তাকে কুড়িয়ে পায় চ্যান জিম্বুয়ে। ওর নাম রাখে জিমাও। জিামওকে আদর করে বড় করে তোলে জিম্বুয়ে। জিমাও বড় হতে হতে শেখে পালকের বদলে চিনি বিক্রর ব্যবসা। কাহিনীটা আশির দশকের ইয়ু শহরের পটভূমিতে শুরু। সেখান থেকে গল্পটা ছড়িয়ে যায় অন্যান্য বড় শহরে। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে জিমাও বা চ্যান চিয়াং হো নিজের ব্যবসায়িক দক্ষতায় পূর্ণতা অর্জণ করতে থাকে। এই যাত্রা পথে তার সাথে দেখা হয় লু ইউ ঝু এর সাথে। মেয়েটির জীবন কাহিনীও তারই মতো। কিন্তু জীবনের যাত্রাপথে চ্যান চিয়াং হো এর জীবনে আরেকজন ধনী নারীর উপস্থিতি ঘটে, যার নাম ইয়েং সিউ। এরপর বিভিন্ন নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে নটকের কাহিনী। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই ড্রামা সিরিয়ালটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চেন চিয়াং হো এবং লো ইউজু।
You must be logged in to post a comment.