বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী কে

বিনোদন ডেস্ক / ২৬ জন দেখেছেন
আপডেট : মার্চ ২১, ২০২৫
এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী কে
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউড চলচ্চিত্র শিল্পে শীর্ষস্থানীয় অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে সবসময়ই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকে। বর্তমানে পর্দায় দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর এর মতো অভিনেত্রীরা তাঁদের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। কিন্তু জানেন কি, পারিশ্রমিকের দিক থেকে তাঁদের সকলকেই ছাড়িয়ে গেছেন বলিউডের একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী। আসুন জেনে নেই কে তিনি?

অনেক সময় দেখা যায় যে, নায়িকাদের নায়কদের চেয়ে কম পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু কিছু অভিনেত্রী আছেন যাঁরা এই ধারণাকে বদলে দিয়েছেন। বেশি অর্থ নেওয়া অভিনেত্রীদের মধ্যে প্রথমেই দীপিকা পাড়ুকোনের নাম ছিল, কিন্তু এখন তাঁর জায়গা দখল করেছেন অন্য কেউ নয়, বরং প্রিয়ঙ্কা চোপড়া। প্রায় ছয় বছর পর এস.এস. রাজামৌলির পরবর্তী ছবিতে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন প্রিয়ঙ্কা চোপড়া, যেখানে মহেশ বাবু মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এই ছবির মাধ্যমে ২০ বছরেরও বেশি সময় পর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন প্রিয়ঙ্কা। হলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে বছরের শুরুতে জানানো হয়েছিল যে, এই ছবির জন্য প্রিয়ঙ্কা ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এত টাকা আগে কোনও বলিউড অভিনেত্রী কখনও নেননি।

উল্লেখ্য, প্রিয়ঙ্কা চোপড়ার আগে দীপিকা পাড়ুকোন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। দীপিকা তাঁর ব্লকবাস্টার ছবি ‘কল্কি 2898 এডি’র জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা একটি বিশাল অঙ্ক। এখন প্রিয়ঙ্কা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হয়ে উঠেছেন। তবে এর আগে প্রিয়ঙ্কা তাঁর হলিউড ওয়েব সিরিজ ‘সিটাদেল’ এর জন্য প্রায় ৪১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, যা যেকোনও অভিনেত্রীর জন্য একটি বিরাট সাফল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান