বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয় তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘সুলতান সুলেমান’। সিরিয়ালটির ‘হুররাম সুলতান’ নামটি চেনেন না ,এমন মানুষ খুব কম। কারো কারো কাছে হুররাম যেন খলনায়িকা, ঘরোয়া রাজনীতিতে ওস্তাদ ও প্রবল লোভী এক মহিলা। কিন্তু কে এই হুররাম! জানেন কি?
হুররামের আসল নাম মারিয়াম উজেরলি। ১৯৮৩ সালের ১২ই আগস্ট জার্মানির ক্যাসেলে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব ও কৈশোর কেটেছে ক্যাসেলে। জার্মানিতে অপ্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে হুররাম তার অভিনয় জীবন শুরু করেন। তিনি মূলত তুর্কি-জার্মান অভিনেত্রী ও মডেল। অনেকে বলেন, হুররাম অনেকটা বিখ্যাত ‘টাইটানিক’ মুভির নায়িকা কেট উইন্সলেটের মতো দেখতে।
তুরস্কেও জনপ্রিয় মারিয়াম। এই জনপ্রিয়তা তিনি অর্জন করেন ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’তে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে এই সিরিয়ালটিই ‘সুলতান সুলেমান’ নামে আমাদের এখানে প্রচারিত হয়। তার অভিনীত চরিত্রটি এতটাই দর্শকপ্রিয় হয় যা পরে বিশ্বব্যাপী ‘হুররাম সুলতান’ নামে পরিচিতি পান তিনি।
সুলতান সুলেমানের হুররাম সুলতান এখন কি করছেন?
মারিয়াম উজেরলি এখন দুই মেয়ে লালা ও লিলিকে নিয়ে জার্মানীর বার্লিনে বসবাস করছেন। কাজের প্রয়োজনে তুরস্কেও যান। মাঝে কিছুটা দূরে ছিলেন অভিনয় জগৎ থেকে। এখন অভিনয়ের বাইরে ফ্যাশন মডেলিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
সপ্তাহখানেক আগে ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মারিয়াম। সেখানে তাকে স্বর্ণকেশী হিসেবে দেখা গেছে। অনুরাগীরা তার সৌন্দর্যে এখনো মুগ্ধ, সেটি প্রকাশ পেয়েছে মন্তব্যের ঘরে।
‘সুলতান সুলেমান’ সিরিজের পর ‘মাই মাদার উন্ড’, ‘ওতেকি তারাফ’ ও ‘কুইন অব দ্য নাইট’সহ বেশ কয়েকটি ধারাবাহিক সিনেমায় অভিনয় করেছেন মারিয়াম।
You must be logged in to post a comment.