নতুন সিনেমা ‘বিজয়ার পরে’ নিয়ে ঢাকার দর্শকের মুখোমুখি হন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শনীর আগে সংবাদ সম্মেলনে অংশ নেন এই সিনেমার নির্মাতা ও অভিনয়শিল্পীরাও।
এর আগে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গেল ২০ জানুয়ারি বাংলাদেশে এসেছেন স্বস্তিকা। এরপর থেকে ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
বুধবার দর্শকদের সঙ্গে বসে নিজের অভিনীত নতুন সিনেমা দেখতে এসেছেন ঢাকাই শাড়ি পরে। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বস্তিকা স্বভাবসুলভ ভঙ্গিতে ঢাকার দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এ বছর আমার বয়স ৪৩ পূর্ণ হলো। হিরোইনদের বয়স বাড়লে একটু ভয় লাগে। মন খারাপ লাগে এই ভেবে যে, মনে হয় মানুষের ভালোবাসা বুঝি এই একটু কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণাটা আমার মন থেকে মুছে গেছে।’
দেশের দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে এ সময় স্বস্তিকা আরো বলেন, ‘সারা বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এতো ভালোবাসা পাচ্ছি, এতো উন্মাদনা দেখছি।’
এ সময় জানান, ফেসবুকে ঢাকার দর্শকদের অনেকেই বলেছিলেন, ‘বিজয়ার পরে’ সিনেমাটি প্রদর্শনীর সময় যেন স্বস্তিকা বাংলাদেশি শাড়ি পরে আসি। দেখুন, আমি বাংলাদেশে শাড়ি পরেই আসলাম। আপনাদের সবাইকে ভালোবাসা।
স্বস্তিকা ও মমতা শংকর অভিনীত ‘বিজয়ার পরে’ সিনেমাটি উৎসবে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে মনোনীত হয়েছে। এদিন সন্ধ্যা সোয়া সাতটায় জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে শুরু হয়।
You must be logged in to post a comment.