রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

এখনও যারা ‘জাস্ট ফ্রেন্ড’

ফোরাম প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৬, ২০২৩
এখনও যারা 'জাস্ট ফ্রেন্ড'
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

শোবিজ অঙ্গনে অনেক সময় বন্ধুত্বকেই ধরে নেওয়া হয় প্রেম হিসেবে। হিসাবের উল্টো ফর্দও আছে। যেখানে প্রেম বাঁচানোর অস্ত্র হিসেবে আসে ‘জাস্ট ফ্রেন্ড’ বক্তব্য। বন্ধুত্ব বা প্রেম যা-ই হোক না কেন, বন্ধু দিবসে ‘জাস্ট ফ্রেন্ডদের’ নিয়েই এ আয়োজন।

মেহজাবীন-আদনান
মিডিয়ায় প্রকট গুঞ্জন, প্রেম করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজিব। দু’একটি সূত্র ‘বিয়েও’ দাবি করে। তবে নেই অকাট্য প্রমাণ। ব্যক্তিজীবনে তো বটেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ জুটি হাজির হন বারবার। বন্ধু বা পারিবারিক আড্ডায় হরহামেশাই একসঙ্গে তাদের উপস্থিতি। প্রকাশ পায় নানা ছবি। এসব স্থিরচিত্র নিয়ে মেহজাবীন চৌধুরী জানিয়েছেন, যেসব ছবি নিয়ে তার প্রেম ও বিয়ের খবর ছড়ানো হচ্ছে তাতে তার হাসিই পায়। তবে তদের সম্পর্ক? মেহজাবীনের ভাষ্য, ‘জাস্ট ফ্রেন্ড’!

অহনা-শামীম
একবার ফেসবুকে ভাইরাল হয়েছিল একটি কাবিননামা। যেখানে পাত্র হিসেবে নাম অভিনেত্রী শামীম হাসান সরকার ও পাত্রী অহনা রহমান। প্রশ্ন উঠে তারা কি বিয়ে করেছেন? ছবিটি প্রকাশ করেন শামীমই। পরে জানা যায়, সেটি নাটুকে কাবিননামা। অহনার গত জন্মদিনের আগে ফেসবুক প্রোফাইলে একটি স্থিরচিত্র পোস্ট করে শামীম লেখেন, ‘এই নদী যত দিন বহমান! ভালোবাসি অহনা রহমান’। আর নতুন বছরের শুরুতে লিখেছিলেন, ‘নতুন বছরের সূচনা, পাশে আছে অহনা’। শুধু কি তা–ই, শামীম হাসানের ফেসবুকের কভার ফটো ও প্রোফাইল ছবিও শোভা পায় অহনার। বিনোদন অঙ্গনে চাউর—এই দুই তারকা চুটিয়ে প্রেম করছেন। সত্যি কি তারা প্রেম করছেন? স্বীকার করেননি কেউই। শামীম না বললেও অহনা বলেছেন, তারা জাস্ট ফ্রেন্ড!

তমা মির্জা-রায়হান রাফী
বহুদিন ধরেই সিনেমাপাড়ায় চর্চার কেন্দ্রে চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটির নানা খুনসুটি সেই জল্পনাকে উসকে দেয়। আর রায়হান রাফীর পরপর কিছু সিনেমায় তমা মির্জার অভিনয়ের পর সেই গুঞ্জন হয়েছে আরও বেগবান। বিয়ে করছেন কবে, এমন একটা প্রশ্ন ছোঁড়া হয়েছিল রাফীর দিকে। জবাবে রহস্যের হাসি দিয়ে নির্মাতা বলেছিলেন, ‘একটা কথা বলে অনেকে, ঈদের পর আন্দোলনে যাবো! তো আমরাও ঈদের পর জানাব।’
তাহলে আপনাদের সম্পর্কটা আসলে কী? জাস্ট ফ্রেন্ড? তমার উত্তর, ‘না না আমাদের মধ্যে কিছু নেই। তবে ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ সেটাও বলছি না। এখানে ‘জাস্ট’ শব্দটিকে আমি নিচ্ছি না। আমরা আসলে ভালো বন্ধু।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান