রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

এক হাজার কোটি অতিক্রম করলো ‘পাঠান’

ফোরাম প্রতিবেদক / ১৮২ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২৩
এক হাজার কোটি অতিক্রম করলো 'পাঠান'
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিশ্বব্যাপী তুমুল সাড়া জাগানো বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা দ্রুত সময়ের মধ্যে ১ হাজার কোটির ঘর অতিক্রম করলো। মাত্র ২৬ দিনেই ‘পাঠান’ ১ হাজার কোটির ক্লাব ছুঁয়েছে। গত ২৫শে জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’।

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরলেন শাহরুখ। এ কারণে ‘পাঠান’ সিনেমা নিয়ে শাহরুখ ভক্ত-অনুরাগীদের মাঝে ছিল চরম উত্তেজনা। পাশাপাশি শাহরুখের কাছে সবার প্রত্যাশাও ছিলে আগের চেয়ে বহুগুণ। কিং খান সবার আকাশ ছোঁয়া প্রত্যাশা পূরণ করতে পেরেছেন।

‘পাঠান’ সিনেমা মুক্তির আগেই বিভিন্ন কারণে আলোচনায় আসে। সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখানো নিয়ে বিরোধ, দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে সমালোচনাসহ বিভিন্ন বাধার মুখে পড়ে। একে একে সব বাধাই অতিক্রম করে ‘পাঠান’।

মুক্তির শুরুর দিন থেকেই ‘পাঠান’ একের পর এক রেকর্ড গড়েছে। সম্প্রতি সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন উদাহরণ তৈরি করেছে। ‘পাঠান’ ভারতীয় বক্স অফিসে আগেই ‘বাহুবলী’-র মতো সিনেমাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলেছে। এবার সিনেমাটি বিশ্বের বুকে নতুন নজির সৃষ্টি করেছে।

নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি মুক্তির ২৬ দিন পার করে ফেলেছে। কিন্তু মুক্তির দিন থেকে এখনো সিনেমাটির রাজত্ব অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান