ক্যাবল অপারেটরস এ্যাসোসিয়েশন বাংলাদেশ, কোয়াবের নির্বাচনের আগে সকল পক্ষকে দ্বন্দ্ব ভুলে এক সাথে কাজ করার আহবান জানিয়েছেন সংগঠনটির নেতারা। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, ক্যাবল অপারেটরদের স্বার্থ রক্ষায় সকল দ্বন্দ্ব ভুলে এক সাথে কাজ করতে হবে।
এসময় সম্মেলনে কোয়াবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা অবৈধ স্ট্রিমিং, ওটিটি, ওটিটিপি বন্ধে এসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স – এটকোকে এবং কোয়াবের সাথে একযোগে কাজ করার আহ্বান জানান।
You must be logged in to post a comment.