শোবিজ অঙ্গনের আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় মাঝে মাঝেই সোশ্যালে তুলে ধরেন তিনি।
শনিবার (২৭ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী প্রভা। তাতে একটি ক্যাপশনজুড়ে দিয়ে সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়েছেন তিনি।
প্রভা ছবির ক্যাপশনে লিখেছেন, “আমার সম্পর্কে খারাপ গল্প শুনলেও জেনে রাখুন, একটা সময় ছিল আমি সেই মানুষদের কাছে ভালো ছিলাম। কিন্তু তারা আপনাকে কখনোই বলবে না তা।”
প্রভা ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তারপরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এরপরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।
You must be logged in to post a comment.