নেটফ্লিক্সের আলোচিত–সমালোচিত ছবি ‘এক্সট্র্যাকশন’। এই ছবির সিকুয়েল ‘এক্সট্র্যাকশন টু’-এর নতুন টিজার প্রকাশ পেয়েছে।
টিজারে দেখা যাচ্ছে এক মেয়েকে মুক্ত করতে কারাগারে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে মারামারি করছেন ক্রিস হেমস ওয়ার্থ। দেখানো হয়েছে কীভাবে পানিতে ডুবে গিয়েও মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন টাইলার রেক।
টিজারটি সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করে ক্রিস লিখেছেন, ‘দ্বিতীয় বার শুধু একটি সুযোগ পাওয়া যায়। এক্সট্র্যাকশন টু পুরো বিশ্ব দেখতে পারবে ১৬ জুন থেকে, শুধুমাত্র নেটফ্লিক্সে। টাইলার রেক বেঁচে আছে।”
২০২০ সালের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘এক্সট্র্যাকশন’। ‘এক্সট্র্যাকশন’ ছবিটির কাহিনী মূলত বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছিল। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওয়ার্থকে। ছবিতে যাকে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপর চলে একের পর এক অভিযান।
‘এক্সট্র্যাকশন-২’ মুক্তি পাবে ১৬ জুন। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’খ্যাত রুশো ব্রাদার্স এই ছবির প্রযোজক।
You must be logged in to post a comment.