মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

একসঙ্গে জুটি বাঁধছেন সিয়াম-ইধিকা

বিনোদন প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২৪
একসঙ্গে জুটি বাঁধছেন সিয়াম-ইধিকা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘সিকান্দার’ নামে নতুন একটি ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন ঢাকাই ছবির নায়ক সিয়াম আহমেদ ও কলকাতার নায়িকা ইধিকা পাল। সিনেমাটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।

অভিনয়গুণে অল্প দিনেই সিনেমার পর্দায় অনবদ্য হয়ে উঠেছেন ছোটপর্দায় নাম লেখানো জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। একাধিক সিনেমায় সাফল্য অর্জন করেছেন তিনি।

সিকান্দার সিনেমার পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘সিনেমার বিষয়টি মোটামুটি নিশ্চিত। সিয়াম ও ইধিকা নিশ্চিত করেছেন এবং তারা শুটিংয়ের জন্য প্রস্তুতিও শুরু করেছেন। দুজনের সঙ্গেই প্রাথমিক আলোচনা হয়ে গেছে। তারা স্ক্রিপ্ট পড়ে রাজি হয়েছেন।’

‘সিকান্দার’ সিনেমায় সিকান্দার চরিত্রে অভিনয় করবেন সিয়াম। ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন সিয়াম। ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবির পর বাংলাদেশের আরেক তারকা শরীফুল রাজের বিপরীতে হাসিবুর রেজার কবি ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন ইধিকা। এখন দেবের বিপরীতে কলকাতার ছবি ‘খাদান’–এ কাজ করছেন এই নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান