একটি বিমানযাত্রা, তারপরই উঠে আসে ঘুষি-কাণ্ড। মাতাল অবস্থায় সবার সামনে অপমান ও ঘুষি মেরে সুনীল গ্রোভারকে হেনস্থা করার অভিযোগ উঠে আরেক স্ট্যান্ডআপ কমেডিয়ান কপিল শর্মার বিরুদ্ধে। যার প্রমাণও পাওয়া যায়।
আর এতে করে যেমন তুমুল সমালোচনার মুখে পড়েন কপিল, তেমনই ধস নামে সনি টিভির জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা’ শোর। শেষ অবধি কর্তৃপক্ষ শোটা বন্ধ করে দিতে বাধ্য হয়। কারণ ড. মনসুর গুলাটি হোক কিংবা গুত্থি—শোতে সুনীলের জায়গা নেওয়া কারোর পক্ষে সহজ ছিল না। অন্যদিকে, চলছিল সমালোচনাও।
নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে ফের পুরো পরিবার আগের মতো দেখা যাবে। সেই ঘোষণাটাই এলো আজ (২ ডিসেম্বর)। এক ভিডিওতে কপিলের পাশে দাঁড়িয়েই সুনীল বললেন, ‘আমিও আসছি সঙ্গে।’
মজার ছলেই তাঁরা বললেন, ‘আমরা একসঙ্গে আসছি ১৯০টি দেশে।’ সুনীল নিজের মতো করেই বললেন, ‘অস্ট্রেলিয়া বাদ দিই?’ কিন্তু কপিল নারাজ। বললেন, ‘না, ওরাও অপেক্ষা করছে। প্লেনে না রাস্তা দিয়েই যাব আমরা।’
প্রসঙ্গত, ২০১৭ সালে অস্ট্রেলিয়া থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে কমেডিয়ান সুনীল গ্রোভারকে মারধর ও গালাগালি করেন কপিল। এ কারণে সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে বেশ তোপের মুখে পড়েন এ কমিডিয়ান। যার জেরে পুরো ঘটনার জন্য তখনই ক্ষমা চান। তবে পার পাননি। হারাতে হয়েছিল তাঁর জনপ্রিয়তা।
ইনডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে, ফের যে দুজনে একসঙ্গে ধরা দিয়েছেন এতেই খুশি ভক্তরা। এরমধ্যে অনেক ওয়েব সিরিজে কাজ করেছেন সুনীল। ‘জওয়ান’ ছবিতে তাঁকে দেখা গেছে। আর কপিল নিজের শো নিয়েই ব্যস্ত ছিলেন। তবে, আবার সেই দুই কমেডিয়ানের এক হওয়ার পালা। হাসতে হাসতে পেট ব্যথা হবে এককথায়।
You must be logged in to post a comment.