পত্রিকায় প্রায়শই শীর্ষ ধনীদের নাম প্রকাশ করা হয়। যেখানে অভিনয়শিল্পীদেরও আলাদা ফর্দ হয়। এবার সেই তালিকায় নিজের নাম ‘উঠানোর চেষ্টার’ কথা বললেন শাকিব খান। অনেকটা মজার ছলেই এটি বলেছেন এই শীর্ষ তারকা।
তাঁর মতে, ‘এক কিংবা দুইয়ে না থাকলেও তো সেরা পাঁচে থাকব। এভাবে যদি সিনেমা প্রতি ২৫ শতাংশ করে চাই তাহলে কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে।’
কারণ ‘তুফান’ চলচ্চিত্র প্রসঙ্গ। এতে তিনি ২৫ শতাংশ লভ্যাংশ নিচ্ছেন বলে চাউর আছে।
এদিকে, আজ (৫ জুলাই) ভারতে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি। মুক্তির আগে কলকাতায় প্রিমিয়ার শো’তে অংশ নিয়ে এমন অভিমত প্রকাশ করেন শাকিব খান। এসময় তাঁর পাশে ছিলেন নির্মাতা রায়হান রাফী, নায়িকা মিমি চক্রবর্তী।
শাকিব খান বলেন, ‘‘আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেলো বছর ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’র মতো সিনেমা দিয়ে। যা তুফান-এ এসে ব্যাপকতা বোঝা গেছে। ৬-৭টি দেশে কোনোরকম পোস্টার ছাড়াই শো হাউসফুল গিয়েছে। ইংল্যান্ডের মত দেশে হিন্দিসহ অন্য ছবির সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা চার-এ চলে এসেছে। এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে।’’
শাকিব বলেন, ‘ত্রিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই। ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ, মালায়লাম, পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূর এগিয়ে। সুতরাং আমরা কেন পিছিয়ে থাকব। দুই বাংলার দারুণ কোলাবরেশনই বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই।’’
ধনী তালিকা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘হাজার কোটি ঘরে যেতে আমাদের খুব বেশি দেরি নেই। একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকব। এক কিংবা দুইয়ে না থাকলেও তো সেরা পাঁচে থাকব। এভাবে যদি সিনেমা প্রতি ২৫ শতাংশ করে চাই তাহলে কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে।’
You must be logged in to post a comment.