হাওর তথা ভাটি অঞ্চলের মানুষের জীবনযাত্রা, প্রকৃতি ও দারিদ্র্যের সঙ্গে তাদের সংগ্রামের গল্পে নির্মিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমা মুক্তি পেয়েছে শুক্রবার (৪ নভেম্বর)। মুহাম্মদ কাইউমের নির্মাণে সিনেমাটি মাত্র একটি হলে মুক্তি পেয়েছে, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায়।
নির্মাতা মুহাম্মদ কাইউম বলছেন, ‘অনেক অনুরোধের পর স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের বসুন্ধরা শাখায় আমাদের ছবিটি চালানোর জন্য রাজি হয়েছেন। আপাতত এক সপ্তাহ সেখানে চলবে। প্রতিদিন সকাল ১১টা এবং বিকাল সাড়ে চারটায় প্রদর্শিত হবে। পরবর্তীতে বিকল্প ব্যবস্থায় প্রদর্শনের পরিকল্পনা আছে।’
বাংলার মাটি ও প্রকৃতি মিশে থাকা সিনেমাটি অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। এটি নির্মাতা মুহাম্মদ কাইউম নিজেই প্রযোজনা করেছেন।
You must be logged in to post a comment.