সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

একটি নয়, দুটি সন্তান হবে দীপিকার!

বিনোদন ডেস্ক / ২১ জন দেখেছেন
আপডেট : জুলাই ৮, ২০২৪
একটি নয়, দুটি সন্তান হবে দীপিকার!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দিন ঘনিয়ে আসছে। এই সেপ্টেম্বরেই রণবীর-দীপিকার কোলজুড়ে আসবে নতুন অতিথি। এরইমধ্যে তাকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।

তাদের সন্তান ছেলে হবে নাকি মেয়ে— এ নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। যদিও বিভিন্ন সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন যে, সুস্থ সন্তান চান। ছেলে হোক কিংবা মেয়ে, যাই হোক তাতেই খুশি হবেন। তবে রণবীর জানিয়েছিলেন, দীপিকার মতো মিষ্টি একটা কন্যাসন্তান চাই তার।

এদিকে এক জ্যোতিষী জানিয়ে দিলেন এই তারকা-দম্পতির সন্তান ছেলে হবে নাকি মেয়ে! রাশি-নক্ষত্র এবং সংযোগ দেখে তিনি জানিয়েছেন, দীপিকার গর্ভে বড় হচ্ছে পুত্র সন্তান। রণবীর মেয়ে চাইলেও, দীপিকার প্রথম সন্তান হবে ছেলেই। সেই তাদের সংসারে সৌভাগ্য বয়ে আনবে। এমনকি, জ্যোতিষীর গণনা বলছে, দীপিকার ভাগ্যে রয়েছে দুটি সন্তানের যোগ।

সম্প্রতি বেবি বাম্প নিয়েই ফটোশুট করেছেন দীপিকা। সদ্য মুক্তি পাওয়া ‘কল্কি’ ছবির প্রচারও করলেন। আর তার পরেই মাতৃত্বকালীন ছুটি উপভোগের জন্য উড়ে গেলেন লন্ডন। শোনা যাচ্ছে, সেখানেই ভূমিষ্ঠ হবে সন্তান।

গেল ফেব্রুয়ারিতে নতুন অতিথি আগমণের খবর দেন দীপিকা ও রণবীর। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে হয় দীপিকা-রণবীরের। এর ৬ বছর পর তাদের ঘর আলো করে আসছে সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান