শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও সঞ্জয় দত্ত অভিনীত আলোচিত ছবি ‘শমশেরা’। ছবিটি নিয়ে রণবীর কাপুরের ভক্তদের প্রত্যাশা অনেক বেশি থাকলেও হতাশ করেছেন অভিনেতা। এমনকি হলে দর্শক না থাকায় বাতিলও করতে হয়েছে সিনেমার শো।
‘জুম’-এর সূত্রে জানা গেছে, ‘শমশেরা’র বেশ কয়েকটি শো বাতিল করা হয়েছে দর্শকের অভাবে। ট্রেড অ্যানালিস্ট কমল নাহতা টুইট করেছেন, ‘আরেকটি বড় ছবি…একই গল্প চলছে! শমশেরার সকাল, দুপুর ও বিকালের কয়েকটি শো বাতিল করা হয়েছে একজনও দর্শক না থাকায়।’
১৫০ কোটি রূপি বাজেটের এই ছবি প্রথম দিন আয় করেছে মাত্র ১০.২৫ কোটি রূপি। এই সংগ্রহ সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে ভাবাচ্ছে।
বিশ্বব্যাপী ৫ হাজার ৫৫০ প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত ‘শমশেরা’ ছবিটি ১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের গল্প নিয়ে তৈরি হয়েছে। ছবিতে রণবীরের বিদ্রোহী মিশন যাত্রায় বাণী কাপুর একজন সহযাত্রীর ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও ছবিটিতে খল চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করছেন পরিচালক করণ মালহোত্রা। সূত্র: ফ্রি প্রেস জার্নাল
You must be logged in to post a comment.