দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’ সিনেমার জন্য দুই বাংলাতেই বেশ জনপ্রিয় তিনি। এই অভিনেত্রীর ৪০ বছর বয়স পার হয়ে গেছে। কাজের পাশাপাশি একমাত্র মেয়েকে নিয়ে জীবন পার করছেন বাঁধন।
সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বাঁধন জানালেন জীবনসঙ্গী খুঁজছেন। এ-ও জানান, এক–দেড় বছর হবে জীবনসঙ্গীর কথা চিন্তা করছেন তিনি।
তিনি আরও বলেন, আমার মেয়ে তো এখন একটু বড় হয়েছে। ও আস্তে আস্তে বুঝছে, মায়ের সবকিছুই একা একাই করতে হয়। মাকে একা কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।
এই অভিনেত্রী বলেন, এত বছর আমি চিন্তা করিনি। সম্ভবত এখন আমি চিন্তা করছি। কেননা, একজন জীবনসঙ্গী যদি থাকে অসুবিধা তো নাই।
আজমেরী হক বাঁধনের ‘এশা মার্ডার’ ছবির বাকি অংশের শুটিং শিগগিরই শুরু হবে। আগামী বছর এক-দুটা কাজের কথাবার্তা চলছে বলেও জানান এই অভিনেত্রী।
You must be logged in to post a comment.