এপার-ওপার দুই বাংলাতেই বেশ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বুধবার (৬ জুলাই) সকালে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করতেই উষ্ণতার ঝড় দেখা যায়। আর এই ঝড় মূলত অভিনেত্রী নিজেই তুলেছেন।
জয়া আহসান সাদা স্লিভলেস ডিপ নেক টপ পরা, গলায় সোনালি সুতোর মতো নেকলেস আর বুকের খাঁজ নিচের দিকে বেয়ে নেমেছে। একটি ডেনিম পরে আছেন, যার হাঁটুর কাছে কিছুটা কাটা এবং সাদা টপ ও ডেনিমের মাঝে তার পেটের কিছুটা অংশ স্পষ্টতই খোলা—সব মিলে ‘হট অ্যান্ড বোল্ড’ লুকে ধরা দিয়েছেন। যা দেখে রীতিমত নেটিজেনরা অবাক।
মঙ্গলবার (৫ জুলাই) রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন জয়া। মূলত একটি ফটোশুটের ভিডিও এটি। যেখানে অনেক আবেদনময়ী এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে বিভিন্ন সময় বিভিন্নভাবে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন জয়া।
এদিকে রাত গড়িয়ে সকাল হতেই ওই ফটোশুটের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন এই নায়িকা। তার এমন ‘হট অ্যান্ড বোল্ড’ লুকের ছবিতে নেটিজেনরা বেশ প্রশংসাও করছেন। আবার অনেকে বিষয়টি নেতিবাচক হিসেবেও নিয়েছেন। তবে কোনো মন্তব্যে সাড়া দেননি জয়া আহসান।
https://www.instagram.com/p/CfohgiluXOF
You must be logged in to post a comment.