শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

উর্বশীর নতুন ছবির পোস্টার ঘিরে তুমুল বিতর্ক

বিনোদন ডেস্ক / ৫৪ জন দেখেছেন
আপডেট : মার্চ ১৩, ২০২৪
উর্বশীর নতুন ছবির পোস্টার ঘিরে তুমুল বিতর্ক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আগামী ৫ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বিনয় শর্মা পরিচালিত সিনেমা ‌‌‘জেএনইউ’। মঙ্গলবার (১২ মার্চ) প্রকাশ পেয়েছে এর পোস্টার। এরপরই নেটিজেনরা সিনেমাটিকে প্রোপাগান্ডা বলে সমালোচনায় মেতেছেন।

পোস্টারে দেখা যায়, হাতের মুঠো ধরা ভারতের মানচিত্র। জলছাপে পত্রিকার কোলাজ। তার মাঝে উজ্জ্বল হয়ে রয়েছে বিপ্লবী চে গুয়েভারার একটি ছবি। রয়েছে মিছিলের কয়েক জোড়া হাত, যা তুমুল আন্দোলনের প্রতিচ্ছবি। আর গেরুয়া রঙের মানচিত্রের ওপর লেখা, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠান কি দেশকে গুঁড়িয়ে দিতে পারে?’

ভারতের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে যা ‌জেএনইউ নামে পরিচিত। দেশটিতে নানা কারণেই এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তাৎপর্যপূর্ণ। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ-এনআরসি) থেকে শুরু করে সাম্প্রতিক বেশ কিছু ছাত্র আন্দোলনের জন্যও শিক্ষাপ্রতিষ্ঠানটি এসেছে শিরোনামে।

সিনেমাটির সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নামের মিল ও অন্যান্য বিষয়ের ইঙ্গিত পাওয়ার কারণেই মূলত দানা বেঁধেছে বিতর্ক। তবে পরিচালকের দাবি, নামের মিল থাকলেও সিনেমার এই জেএনইউ, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় নয়। বরং এর সম্পূর্ণ নাম রাখা হয়েছে জাহাঙ্গীর জাতীয় বিশ্ববিদ্যালয়।

সিনেমাটির পোস্টার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ও কোমল নাহতাসহ বেশ কয়েকজন ব্যক্তিত্ব শেয়ার করেছেন। এরপরই পোস্টারের লেখা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই সিনেমার মুক্তিকে ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। খবর হিন্দুস্তান টাইমসের।

পোস্টার প্রকাশ্যে আসতেই অনেকে এটিকে ‘প্রোপাগান্ডা’ বলে দাবি করেছেন। আবার কারও মতে, ‌‘মিথ্যার ঝুড়ি ছাড়া আর কিছুই না। জেএনইউ-এর সঙ্গে বাস্তবে সিনেমার কোনো মিল পাবে না। সিনেমাটির একমাত্র দুটি উদ্দেশ্য হবে ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের নাম বদনাম করা এবং বেকারত্ব ও দারিদ্রের মত আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়া।’

এদিকে, সিনেমাটির প্রধান একটি চরিত্রে রয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘শিক্ষার বদ্ধ প্রাচীরের আড়ালে জাতিকে ভাঙার ষড়যন্ত্র চলছে, বাম ও ডানের সংঘর্ষে, আধিপত্যের জন্য এই যুদ্ধে কে জিতবে?’

প্রসঙ্গত, সিনেমাটির গল্প লিখেছেন পরিচালক বিনয় শর্মা নিজেই। অভিনয় করেছেন সিদ্ধার্থ বোদকে, উর্বশী রাউতেলা, পীযূষ মিশ্র, রবি কিষাণ, বিজয় রাজ, রেশমি দেশাই, অতুল পাণ্ডে, সোনালি সেহগাল প্রমুখ। প্রযোজনা করেছেন প্রতিমা দত্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান