বাংলা সিনেমায় অবদান রাখার জন্য মহানায়ক উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে কৃতী অভিনেতা-অভিনেত্রী হাতে পুরস্কার তুলে দিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্মান প্রদান করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।
মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত হলো ‘মহানায়ক’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ বছর চার নায়িকা ও এক নায়ক পেলেন মহানায়ক সম্মাননা। কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা অঙ্কুশ হাজরা পেলেন এ সন্মাননা। পশ্চিশবঙ্গের মুখ্যমন্ত্রী তারকাদের হাতে এ সম্মাননা তুলে দেন।
এ বছর বিশেষ চলচ্চিত্র সম্মাননা পেলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, সাহিনী সরকার, হরনাথ চক্রবর্তী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণা করে বলেন, ‘সেই দিনটা আমি কিছুতেই ভুলতে পারি না। আমি আর আমার মা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। তখন কয়েকজন বলতে বলতে যাচ্ছিলেন যে, উত্তম কুমার প্রয়াত হয়েছেন। কতটা কষ্ট পেয়েছিলাম ভাবতে পারবেন না। আজ যাঁরা মহানায়ক সম্মান পেলেন, তাঁদের জীবনে এই সম্মানটা ভীষণ গর্বের।’
অনুষ্ঠানে মহানায়কের পরিবারের অনেক সদস্যই উপস্থিত ছিলেন। উত্তম কুমারের ছবিতে মাল্যদানও করেন তাঁরা।
You must be logged in to post a comment.