সিনেমার পর্দার বিখ্যাত ব্যক্তিদের নিয়ে ছবি হয়েই থাকে। সেটা যদি হয় সিলভার স্ক্রিনের তারকা তাহলেতো দর্শকদের মধ্যে আলাদা উৎসাহ থাকে। এর আগে আমরা দেখেছি বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমারকে নিয়ে নানা পরিচালক সিনেমা করেছেন। এবার খবর উত্তম কুমারের ঘরণী গৌরী দেবীকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছেন পরিচালক রণ রাজ।
এর আগে ‘পরিচয় গুপ্ত’ ছবি পরিচালনা করেছিলেন তিনি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তীর মত অভিনেতারা। এবার তিনি গৌরী দেবীর জীবনকে নিয়ে ছবির পরিকল্পনা করছৈন। তাঁর দাবি গৌরী দেবীর আদলে তিনি ছবি পরিকল্পনা করছেন নাম রেখেছেন ‘বীরাঙ্গনা ‘। ছবির নাম নিয়ে প্রশ্ন করায় পরিচালক রণ রাজ জানিয়েছেন, তিনি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা ‘বীরাঙ্গনা ‘ থেকে নাম রেখেছেন। বাকিটা ক্রমশ প্রকাশ্য। গৌরী দেবীকে নিয়ে ছবি করার জন্য উত্তম কুমারের পরিবারের থেকে কোন অনুমতি নেওয়া হয়েছে কিনা প্রশ্ন করায় তিনি দাবি করেন, গৌরী দেবীর আদলে তিনি ছবিটি করবেন, তাই অনুমতির প্রয়োজন নেই। তবে এই ছবির আগে পরিচালক ব্যস্ত একটি ওয়েব সিরিজ তৈরি নিয়ে। নাম ‘বারুইপুর জংশন’। এই সিরিজে বারুইপুর সাধারণ মানুষ থেকে ব্লাইন্ড স্কুলের বাচ্চাদের নিয়ে সিরিজের কাজ করছেন।
এখন দর্শকদের কিছুটা অপেক্ষা করতে হবে। সঙ্গে গৌরী দেবীর আদলে তৈরি ছবির দিকে নজর থাকবে, কাকে গৌরী দেবীর চরিত্রে দেখা যাবে বা উত্তম কুমার, সুপ্রীয়া দেবী বা সুচিত্রা সেনের চরিত্রে কাকে দেখতে পাবে দর্শক।
You must be logged in to post a comment.