বাবা এবং ছোট ভাইয়ের সহযোগিতায় চলতি বছরের শুরুতে শিল্পী সানিয়া সুলতানা লিজা তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘লিজা’র যাত্রা শুরু করেন। এক বছর যেতে না যেতেই তার চ্যানেলটি গেলো বৃহস্পতিবার লিজার ইউটিউব চ্যানেলটির এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে।
বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত লিজা। নিজের চ্যানেলের এমন সাফল্যে লিজা বলেন,‘ খুব অল্প সময়ের মধ্যে নিজের চ্যানেলের এমন সাফল্য আসলো। ভীষণ ভালোলাগা কাজ করছে নিজের ভেতর। নিজের চ্যানেলের এই সাফল্যে আমি সবার প্রতি কৃতজ্ঞ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। এখন থেকে আমার চ্যানেলের জন্য আমি আরো নিয়মিত নিজের পছন্দ মতো গান আমার ভক্ত শ্রোতা দর্শকের জন্য তৈরী করবো। নতুন নতুন অনেক ধরনের ভালোলাগার মতো কন্টেন্ট চ্যানেলটিতে দিতে পারবো ’
এদিকে কিছুদিন আগে লিজার একটি অপারেশন হয়েছে। এখন পুরোপুরি সুস্থ। স্টেজ শো’তেও অংশ নিচ্ছেন তিনি। বেশকিছু স্টেজ শো’র জন্য কথাও চলছে ঢাকা এবং ঢাকার বাইরে।
You must be logged in to post a comment.