বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রতি বছর ঈদে ভক্তদের সঙ্গে দেখা করেন এবং শুভেচ্ছা জানান। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। প্রতিবারের ন্যায় এবার ঈদেও মুম্বাইয়ে তার বাড়ির বাইরে জড়ো হওয়া ভক্ত-অনুরাগীদের সঙ্গে দেখা করেন এবং ঈদ শুভেচ্ছা জানান এই সুপারস্টার।
ঈদের দিনটিতে শাহরুখকে দেখতে তার বাড়ির সামনে লাখো জনতার ঢল নামে। তবে দিন শেষে চমকে দিয়েছেন শাহরুখ খান। নিজের মান্নাতের সামনে হাত নাড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ঈদের দিন বিকেলে বরাবরের মতো হাজির হন শাহরুখ। মান্নাতের বারান্দায় পেতে রাখা ছাদে হাজির হন শ্বেত শুভ্র পাঞ্জাবি গায়ে। ততক্ষণে মান্নাতের সামনে লাখো জনতার ঢল।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক ভিডিও পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানান বলিউডের এই মেগাস্টার। যা সারা বিশ্বের শাহরুখ ভক্তদের মন কেড়ে নিয়েছে!
ভিডিওর ক্যপশনে শাহরুখ লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক…। আমার দিনটিকে এত বিশেষ করে তোলার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসা, সুখ ও সমৃদ্ধি দান করুন।’
You must be logged in to post a comment.