‘বিনোদনের দুনিয়া’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ঈদুল আযহা উপলক্ষে সাজিয়েছে জমজমাট আয়োজন। ঈদের দিন (৭ জুন) থেকে টানা সাত দিন ধরে দর্শকদের জন্য প্রতিদিন থাকছে নতুন নতুন কনটেন্ট—ওয়েব ফিল্ম, সিরিজ ও শর্টফিল্ম মিলিয়ে এক বৈচিত্র্যময় ভান্ডার।
৭ জুন – নীলপদ্ম
ঈদের প্রথম দিন মুক্তি পাচ্ছে ‘নীলপদ্ম’, যা পরিচালনা করেছেন তৌফিক-ই-এলাহী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ওয়েব ফিল্মের মূল চরিত্রে রয়েছেন রুনা খান, যিনি ‘নীলা’ নামের এক পতিতার ভূমিকায় অভিনয় করেছেন। সমাজের চোখ রাঙানি ও বাঁধা পেরিয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফিরতে চায় এক অসহায় নারী, সেই সংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।
৮ জুন – জল রঙ
পরদিন মুক্তি পাবে ‘জল রঙ’, কবিরুল ইসলাম রানা পরিচালিত একটি ওয়েব ফিল্ম, যেখানে উঠে এসেছে মানব পাচারের মতো সমসাময়িক ইস্যু। অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ হক, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। মালয়েশিয়ায় যাওয়ার লোভে গ্রামের দরিদ্র মানুষ কিভাবে প্রতারণার ফাঁদে পড়ে, তা নিয়েই সিনেমাটির কাহিনি।
৯ জুন – পাপ কাহিনী
ঈদের তৃতীয় দিনে আসছে ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’। পরিচালনায় আছেন শাহরিয়ার নাজিম জয়। গ্রামের এক নারী যখন স্বামীর বিশ্বাসভঙ্গের শিকার হয়, তখন সে নেয় ভয়াবহ প্রতিশোধ। সিরিজটিতে রুনা খান, মিথিলা, শাহরিয়ার নাজিম জয়সহ একাধিক পরিচিত মুখকে দেখা যাবে।
১০ জুন – জলে জ্বলে তারা
চতুর্থ দিন রয়েছে ‘জলে জ্বলে তারা’, অরুণ চৌধুরীর পরিচালনায় একটি আবেগঘন চলচ্চিত্র। এখানে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, ফজলুর রহমান বাবু, মিঠু এবং মোস্তাফিজুর নুর ইমরান। বিশ্বব্যাপী এই সিনেমার ডিজিটাল প্রিমিয়ার হবে আইস্ক্রিনে।
১১ জুন – কুস্তিগীর
ঈদের পঞ্চম দিনে দর্শক দেখতে পারবেন ‘কুস্তিগীর’, সঞ্জয় কান্ত পরিচালিত একটি প্রেম-নাট্যধর্মী কাহিনি। কুস্তিতে হারলেও প্রেমের লড়াইয়ে বিজয়ী বাদশার চরিত্রে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। তার বিপরীতে আছেন জাহারা মিতু।
১২ জুন – ওম্যান অব নো রিলিজিয়ন
ছয় নম্বর দিন আসছে একটি সংবেদনশীল শর্টফিল্ম ‘ওম্যান অব নো রিলিজিয়ন’, যেখানে ধর্মীয় পরিচয়বিহীন নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। পরিচালনায় তৌফিক-ই-এলাহী, প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্ম। অভিনয় করেছেন সুষমা সরকার, মুশফিক ফারহান প্রমুখ।
১৩ জুন – শোধ
শেষ দিনে রয়েছে ‘শোধ’—একটি প্রতিশোধ ও পুনরুত্থানের গল্প। পরিচালনায় ইয়াসির আরাফাত জুয়েল এবং প্রযোজনায় ইমাম হাসান ইমন। অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, রুকাইয়া জাহান চমক, অর্চিতা স্পর্শিয়া ও আরও অনেকে।
You must be logged in to post a comment.