রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

ঈদ আয়োজনে টিভি পর্দায় একগুচ্ছ ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক / ২১ জন দেখেছেন
আপডেট : জুন ৭, ২০২৫
ঈদ আয়োজনে টিভি পর্দায় একগুচ্ছ ধারাবাহিক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদুল আজহা উপলক্ষে টিভি পর্দায় রয়েছে বর্ণাঢ্য আয়োজন। সিনেমা, খণ্ড নাটক, সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান যেমন প্রচার হবে, তেমনি দেখা যাবে একগুচ্ছ ধারাবাহিক নাটক। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইল সেসব ধারাবাহিকের খোঁজ—

থ্রি ইডিয়টস
নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া প্রমুখ। অনামিকা মন্ডলের রচনায় এটি পরিচালনা করেছেন ইমরান হাওলাদার। মাছরাঙা টিভির পর্দায় ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে এটি।

ওই পাড়া থেকে সাবধান
ঈদের দিন রাত ৯টা ৪০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ওই পাড়া থেকে সাবধান’। পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয়ে শামীম জামান, ইশানা, আ খ ম হাসান, আল মনসুর, চিত্রলেখা গুহ, আহসানুল হক মিনু, স্বাগতা, প্রাণ রায়।

ছোটকাকু রহস্য
গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ অবলম্বনে এবার ‘ছোটকাকু রহস্য’ নির্মাণ করেছেন অনিমেষ আইচ। নাট্যরূপ দিয়েছেন আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত প্রমুখ। ঈদের আগের দিন থেকে চ্যানেল আইয়ে প্রচারিত এই সিরিজ দেখা যাবে ঈদের ৮ম দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

জোকার জলিল
বৈশাখী টিভির পর্দায় ঈদের দিন প্রচার হবে ধারাবাহিক নাটক ‘জোকার জলিল’। অভিনয় করেছেন মীর সাব্বির, ফারজানা আহসান মিহি, বড়দা মিঠু, অনুভব, নূপুর প্রমুখ। মিজানুর রহমান বেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। ৭ পর্বে এটি প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

ঘরজামাইদের বাড়ি
ঈদের ধারাবাহিক নাটক ‘ঘরজামাইদের বাড়ি’। অভিনয় করেছেন ডা. এজাজ, ফারজানা ছবি, এলেন শুভ্র, ফারজানা আহসান মিহি, কাজী রাজু, আহসানুল হক মিনু, রিমি করিম প্রমুখ। আহসান আলমগীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ। বৈশাখী টেলিভিশনে এটি প্রচারে আসছে ঈদের দিন বিকেল ৫টা ৫০ মিনিটে।

জার্নি টু লন্ডন
এই ধারাবাহিক নাটকটিও প্রচার হবে বৈশাখী টিভির পর্দায়। জার্নি টু লন্ডন পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, শফিউল আলম বাবু, শফিক খান দিলু, আমিন আজাদ, নন্দিনী বড়ুয়া প্রমুখ। গল্প লিখেছেন টিপু আলম মিলন। চিত্রনাট্য লেখেন ইউসুফ আলী খোকন। ঈদের আয়োজনে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে এটি।

মুশকিল আসান কোম্পানি
ঈদ আয়োজনে আরটিভি’র পর্দায় প্রচার হবে নাটকটি। রচনা করেছেন মশিউর রহমান। পরিচালনায় সহিদ উন নবী। অভিনয়ে শামীম হাসান সরকার, আনিকা কবীর শখ, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ। ৭ পর্বের এই ধারাবাহিক নাটক প্রচার হবে প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে।

ঊভয় সংকট
ধারাবাহিক নাটক ‘ঊভয় সংকট’-এ অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ, ফারুক আহমেদ, রেশমা আহমেদ, ম আ সালাম, সুবর্ণা মজুমদার প্রমুখ। জাকির হোসেন উজ্জলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। ৭ পর্বে আরটিভি’র পর্দায় প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে এটি।

শ্বশুরের বিয়ে
নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। গল্প লিখেছেন আল আমিন স্বপন। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, নাদিয়া মীম, আশরাফ সুপ্ত, মিহি আহসান প্রমুখ। মাছরাঙা টিভির পর্দায় এটি প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে।

বিহাইন্ড দ্য পাপ্পি
ঈদের দিন সকাল ৮টায় এনটিভি’র পর্দায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিহাইন্ড দ্য পাপ্পি’। অভিনয়ে মোশাররফ করিম, ফারুক আহমেদ, অর্পণা ঘোষ, মৌসুমী হামিদ, মুকিত জাকারিয়া, জুঁই করিম, সুমন পাটোয়ারি প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। পরিচালনা করেছেন রেদওয়ান রনি।

প্লিজ আমাকে ক্ষমা করে দাও
এনটিভি’র পর্দায় ঈদ আয়োজনে রয়েছে ধারাবাহিক নাটক ‘প্লিজ আমাকে ক্ষমা করে দাও’। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশকিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা প্রমুখ। রচনা ও পরিচালনা করেছেন মোহন আহমেদ। ৭ পর্বে নাটকটি দেখা যাবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিট।

কনটেন্ট অব দ্য ইয়ার
আরটিভি’র পর্দায় ধারাবাহিক নাটকটি প্রচার হবে প্রতিদিন রাত ১১টায়। এটি রচনা করেছেন পাপ্পু রাজ। পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে যাহের আলভী, মুসাফির সৈয়দ বাচ্চু, তানজিম হাসান অনিক, ইফফাত আরা তিথি প্রমুখ।

হৈ হৈ হল্লা (সিজন ৩)
দুরন্ত টিভির ঈদুল আজহার ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা (সিজন ৩)’। হাসান শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। এতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন ও রাইদা ঋ জুনি। অন্যান্য চরিত্রে রয়েছেন আবুল হায়াত, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের ৭ দিন বিকেল ৫টায় ও রাত ৮টায়।

রাঁধিবাড়ি খাইদাই (সিজন ২)
ঈদুল ফিতর উপলক্ষে দুরন্ত টিভিতে প্রচার হবে রান্নাবিষয়ক নাটক ‘রাঁধিবাড়ি খাইদাই (সিজন ২)’। একটি পরিবারের রান্না নিয়ে মজার মজার সব গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে সুকন্যা ও অরণ্য শুদ্ধ। অন্যান্য চরিত্রে রয়েছেন নাদিয়া হক, রামিজ রাজু, সাবিহা জামান ও শাম্মী সেতু। পরিচালনা করেছেন ফরিদা লিমা। প্রচার হবে ঈদের ৭ দিন সকাল ৯টা ৩০ মিনিটে ও দুপুর ২টা ৩০ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান