এবারের ঈদে মুক্তি পাচ্ছে ১২’র অধিক চলচ্চিত্র। আর উৎসবটিকে সামনে রেখে দেশের অত্যাধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স জানাল, তাঁরা ৯০ শতাংশের বেশি স্ক্রিনে প্রদর্শন করবে বাংলা চলচ্চিত্র।
সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বলিউড ছবি ‘ক্রু’র বিশেষ প্রদর্শনী ও ইফতার আয়োজনে পর বিষয়টি নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির কর্ণধার মাহবুুব রহমান রুহেল। তাঁর ভাষ্য, ‘একটি ইংরেজি ছাড়া আমাদের সব শাখায় চলবে ঈদের বাংলা ছবি। ভালো স্টোরি টেলিং ও সিনেমাটোগ্রাফি ভালো হলে যেকোনো সময় ছবি চলে। তাই ঈদ বাদে যদি ভালো ছবি মুক্তি দেওয়া যায়; তা চলবে।’
ঈদ ছাড়া প্রচারণা করে ছবি মুক্তি দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘‘ঈদে ছবি মুক্তি দিলেই যে ভালো চলবে এর কোনো গ্যারান্টি নেই। নির্মাতা ও প্রযোজকদের বলছি, ভালো ছবি বানিয়ে ঈদ ছাড়া মুক্তি দিন। এর আগে ‘হাওয়া’ ঈদ ছাড়াই খুব ভালো চলেছে। সঠিকভাবে প্রচারণা করে ঈদ ছাড়া ছবি মুক্তি দিতে হবে। কারণ মার্কেটিং ছাড়া মানুষকে না জানিয়ে ছবি ভালো ফলাফল আশা করা মুশকিল। অনেকে ভালো ছবি বানালেও মার্কেটিং করে না।’’
গেল বছর ঈদুল আজহায় স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দারুণ ব্যবসা করেছিল। এবার আছে বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র। মুক্তির তালিকায় আছে—‘রাজকুমার’ (শাকিব খান), ‘কাজলরেখা’ (মিথিলা, মন্দিরা, সাদিয়া), ‘ওমর’ (রাজ), ‘দেয়ালের দেশ’ (রাজ-বুবলী), ‘ডেড বডি’ (শ্যামল মাওলা-ওমর সানী-রোশান), ‘চক্কর’ (মোশাররফ করিম), ‘মোনা: জ্বীন ২’ (পূজা চেরী), ‘আহারে জীবন’ (ফেরদৌস-পূর্ণিমা), ‘মায়া: দ্য লাস্ট লাভ’ (বুবলী, সাইমন, রোশান) ও ‘এশা মার্ডার—কর্মফল’ (আজমেরী হক বাঁধন)।
You must be logged in to post a comment.