মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

ঈদে সালমানের সিনেমা কিসি কা ভাই কিসি কি জান

ফোরাম প্রতিবেদক / ৯৯ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ১১, ২০২৩
ঈদে সালমানের সিনেমা কিসি কা ভাই কিসি কি জান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরে নতুন ছবি নিয়ে আসছেন বলিউডের ভাইজানখ্যাত তারকা সালমান খান। এবারের ঈদে মুক্তি পাবে তার ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’। অবশেষে অনলাইনে প্রকাশ পেল ‘ভাইজান’র বহু প্রতীক্ষিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার। যেখানে দুই ধরনের লুকে ধরা সাল্লু।

এদিন ট্রেলার লঞ্চে হাজির ছিল ছবির গোটা টিম। সালমানের পাশাপাশি দেখা গেল শেহনাজ গিল, পূজা হেগড়ে, পলক তিওয়ারি, ভূমিকা চাওলা, বক্সার বিজেন্দ্র সিং সহ প্রায় সবাইকেই।

মোশন পোস্টারে দেখা যাচ্ছে সালমান খান একটি ধারালো ছুরি নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। সিনেমাটি এটি জি স্টুডিও হতে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি এবং প্রযোজনায় ছিলেন সালমান খান নিজেই। সালমান ছাড়াও অভিনয় করেছেন ভেঙ্কটেশ দাগ্গুবাতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলাসহ আরও অনেকে।

৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারে সালমানের ছবির সমস্ত উপকরণই দেখা যায়। একদিকে রয়েছে প্রেম, পরিবার তো অন্যদিকে দেখা যায় ভয়ংকর অ্যাকশন। ট্রেলার দেখেই অনেকেরই মতামত ফিরেছেন পুরনো সালমান। এক ঘণ্টায় এই ট্রেলার দেখে ফেলেছেন ১.৭ মিলিয়ন দর্শক। ইতোমধ্যেই সেই ট্রেলার পছ্ন্দ করেছেন ২ লক্ষ দর্শক। ফারহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে হিট হতে পারে বলে আশা সালমান অনুরাগীদের।

এছাড়াও এই সিনেমায় বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ গিলকে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে, তাই এই সিনেমাকে ঘিরে উৎসাহের ঢেউ বয়ে যাচ্ছে তার অনুরাগীদের মধ্যেও।এছাড়াও সালমানের নতুন এই রোম্যান্টিক ফ্যামিলি সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ দেখা যাবে রাঘব জুয়েল, জগপতি বাবুকে।

প্রসঙ্গত, বিগত কয়েক বছরে ‘দাবাং ৩’ , ‘অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ’ কিংবা ‘রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ – এর মত সিনেমা রিলিজের পরেও বারবার দর্শকদের মন জয়ে ব্যর্থ হয়েছেন বলিউডের ভাইজান সালমান। তবে এই বছরের মেগাহিট ‘পাঠান’-এ শাহরুখ খানের সঙ্গে এক পর্দায় ক্যামিও রোলে অভিনয় করার পরে এই বছর পর পর দুটি সিনেমা আসতে চলেছে তার। দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘টাইগার ৩’ আর তার আগে ঈদে মুক্তি পাবে রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা ‘কিসি কা ভাই কিসি কি জান’। সোমবার ট্রেলারেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ভাইজান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান