আসন্ন ঈদুল আজহায় নতুন গান নিয়ে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। কিছুটা বিরতি শেষে ‘আবার যদি দেখা হয়ে যায়’ শিরোনামে নতুন এই গান আনছেন এই শিল্পী।
গানটির কথা লিখেছেন রাজু চৌধুরী, সুর এহসান রাহীর এবং সংগীত আয়োজন করেছেন সেতু চৌধুরী।
নতুন এই গান প্রসঙ্গে সামিনা চৌধুরীর ভাষ্য, ‘কিছুটা বিরতি দিয়ে দারুণ একটি গানে কণ্ঠ দিলাম। স্মৃতিচারণ নিয়ে রাজু চৌধুরীর লেখা গানটি অসম্ভব ভাল লেগেছে। আশা করছি শ্রোতাদেরও গানটি ভাল লাগবে।’
মিউজিক প্রডাকশন লেবেল ‘শব্দ কারিগর’ এর চার বছর পূর্তি ও ঈদ উপলক্ষে বিশেষ এই গানটি ১৪ জুন প্রকাশিত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল-মাসুদ।
You must be logged in to post a comment.