ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি প্রতিক্ষীত ছবিগুলোর খাতায় নাম লেখাল ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’। গত ৮ মার্চ নারী দিবসে অনলাইনে অবমুক্ত হয়েছে নারী পাচারকে কেন্দ্র করে নির্মিত এই ছবির টিজার। এক মিনিট সাত সেকেন্ডের টিজারে ঘুরে ফিরে উঠে এসেছে দুজন আলাদা শ্রেণি ও জায়গার নারীর গল্পের আবহ।
নিষিদ্ধপল্লীর অন্ধকার জগতের মানুষদের পাশাপাশি সিনেমাটির টিজারে রয়েছে শহুরে নারীর অসহায়ত্বের গল্পের ইঙ্গিতও। তবে নির্মাতা ফুয়াদ চৌধুরীর মতে, ‘নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন।’
ঈদের উৎসবমুখর আবহে মেঘনা কন্যা তাই দর্শকপ্রিয়তা পাওয়ার মতো সব উপাদান নিয়েই আসছে বড়পর্দায়। খুব শিগগিরই প্রকাশ্যে আসছে সিনেমাটির গান ও ট্রেলার।
আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত এই সিনেমার সহযোগিতায় রয়েছে সুইজারল্যান্ড ও টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।
সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে করেছেন ‘চিরকুট’খ্যাত সুমী। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।
You must be logged in to post a comment.