বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

ঈদে মুক্তি পাবে ৯ সিনেমা

ফোরাম প্রতিবেদক / ৯১ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ২০, ২০২৩
ঈদে মুক্তি পাবে ৯ সিনেমা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আসছে ঈদে মুক্তির তালিকায় রয়েছে ৯টি সিনেমা। ঢাকাই সিনেমা অঙ্গনে ব্যস্ততা এখন তুঙ্গে। খুলছে বন্ধ থাকা বেশ কিছু হল। আলোচনায় রয়েছে- লিডার আমিই বাংলাদেশ, কিল হিম, জ্বীন, আদমসহ বেশ কয়েকটি সিনেমা। সারা দেশের ১৬৮টি সিনেমা হল ঘিরে প্রযোজক, পরিচালকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রতিযোগিতা।

প্রতিবছরই ঈদ উৎসবে বিনোদনের বড় অংশজুড়ে থাকে সিনেমা। প্রযোজক, পরিচালক ও দর্শকরা প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমা মুক্তির ও দেখার।

দর্শক ও হল মালিকদের পছন্দের তালিকার শীর্ষে শাকিব খান ও বুবলীর সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। এই ছবির মাধ্যমে খুলছে বন্ধ থাকা অনেক সিনেমা হল।

ছাড়পত্র বাতিল, প্রদশর্নী বন্ধসহ নানা বিতর্ক ছাপিয়ে মুক্তির অপেক্ষায় ‘আদম’। ভিন্ন ঘরানার এই সিনেমাতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও জান্নাতুল ঐশী। সিনেমাটি পরিচালনা করেছেন আবু তৌহিদ।

টিজার মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলেছে তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত অ্যাকশন ঘরনার সিনেমা ‘কিল হিম’।

ঈদে থাকছে জাজ মাল্টি মিডিয়ার হরর ঘরানার সিনেমা ‘জ্বীন’। এ সিনেমায় প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা মিলবে সজল ও পূজা চেরীর। একা দেখতে পারলেই এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে সাড়া ফেলেছে নাদের চৌধুরীর সিনেমাটি।

আলোচনায় রয়েছে একই প্রতিষ্ঠানের সিনেমা ‘পাপ’। সৈকত নাসিরের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও ববি।

এছাড়াও আলোচনায় বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু অভিনীত অ্যাকশন ছবি শত্রু। এরই মাঝে ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমার গান ও ট্রেইলার।

এছাড়া মুক্তির মিছিলে রয়েছে আদর আজাদ ও শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটির ট্রেলারটি এরই মধ্যে এসেছে আলোচনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান