সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

ঈদে ভিন্ন ধরণের আনন্দ-বেদনা নিয়ে আসছেন প্রভা

ফোরাম প্রতিবেদক / ৪০৮ জন দেখেছেন
আপডেট : জুলাই ১০, ২০২২
ঈদে ভিন্ন ধরণের আনন্দ-বেদনা নিয়ে আসছেন প্রভা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সাদিয়া জাহান প্রভাকে এবারের ঈদেও দেখবেন ভক্তরা। বাংলা নাটকের এই অভিনেত্রীর রয়েছে আলাদা আবেদন। তাকে ছাড়া যেন ঈদ হতেই চায় না কিছু ভক্তের। তাদের জন্য রয়েছে সুখবর। টেইলরদের আনন্দ-বেদনার গল্প নিয়ে এবারের ঈদে হাজির হবেন প্রভা।

ঈদ বা বড় কোনো অনুষ্ঠান এলেই শখের ড্রেস তৈরির ধুম পড়ে। আর এ ক্ষেত্রে শখ পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখেন টেইলররা। তাদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক। নাম ‘বিউটি টেইলার্স’।

এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। টেইলার্স মালিকদের আনন্দ বেদনা হয়তো একটু খেয়াল করে দেখা হয়নি কখনো।

অতি সাধারণ তাদের জীবন কিন্তু সেই প্রতিদিনের সাধারণ গল্পেই অপ্রকাশ্য চাওয়ার সুখ আছে, আছে না পাওয়ার কষ্ট, আছে দুঃখ, মান-অভিমান, ভালোবাসার রঙ বদল। আর ঠিক সেই গল্পটাই বঙ্গ অরিজিনাল ‘বিউটি টেইলার্স’- ধারাবাহিকে তুলে ধরা হয়েছে।

২০ পর্বের নাটকটির পরিচালনায় আছেন আতিক জামান ও গল্প ভাবনায় খালেদ সজীব।

প্রভা ছাড়াও নাটকটির চরিত্রায়নে আছেন মোস্তাফিজুর নুর ইমরান, হাসান মাসুদ, ফারজানা ছবি, আলো হক, অলংকার চৌধুরী, জীবন রায়, তৌফিকুল হাসান নিহাল প্রমুখ। ‘বিউটি টেইলার্স’ ধারাবাহিকটি সম্পর্কে বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, এটি একশতভাগ বিনোদনধর্মী একটি নাটক। চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রেও বিনোদনকেই প্রধান্য দেয়া হয়েছে।

নাটকটি নিয়ে প্রভা জানান, আমার বিশ্বাস, ঈদে এই নাটকটি সকল-শ্রেণির দর্শককে শুধু আনন্দ দিতেই সক্ষম হবে না, তাদেরকে নিয়ে যাবে তাদের সোনালি স্মৃতির অতীতে। যেখানে সে খুঁজে পাবে নিজেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান