উৎসবের আনন্দ রাঙিয়ে তুলতে ঈদে সাত দিনব্যাপী বর্ণিল আয়োজনে সেজেছে বৈশাখী টেলিভিশনের পর্দা। এই ৭ দিনে প্রচারিত হবে ২৭টি নাটক ও ৭টি বাংলা চলচ্চিত্র। সেই সাথে থাকছে সিনেমা ও নাটকের গান, ম্যাগাজিন অনুষ্ঠান, ফানি মোমেন্ট ও বিশেষ কমেডি শো এর মতো মজার মজার সব অনুষ্ঠান। ঈদের দিনে থাকছে নাটক ও সিনেমার বিশেষ আয়োজন।
বিনোদনের ক্ষেত্রে দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়েই বৈশাখী টেলিভিশন সবসময় অনুষ্ঠানমালা সাজায়। এবারো তার ব্যাতিক্রম হয়নি। সাত দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের সকালে ছিলো নানান আয়োজন।
এরপর দুপুর ২টা ৪০ মিনিটে প্রচারিত হবে বাংলা সিনেমা ‘মায়ের জেহাদ’। বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘চশমা পরিবারে’র প্রথম পর্ব। এরপর আছে আরো দুটি ধারাবাহিক নাটক। যার একটি ‘পরিপূর্ণ ভালোবাসা’ প্রচারিত হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। আরেক ধারাবাহিক নাটক ‘ বিশেষ বিউটি পার্লার’ প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বডিগার্ড’ এর প্রথম পর্ব। রাত ৮টা ১০ মিনিটে রয়েছে একক নাটক ‘বিসর্জন’। রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘শিয়াল বাড়ি’। ৯টা ৫০ মিনিটে একক নাটক ‘কেউ কোথাও ভালো নেই।’ এরপর রাত ১১টা ৩৫ মিনিটে থাকছে মেগা নাটক ‘কোরবানির বিরাট হাট।’
You must be logged in to post a comment.