ঈদে মুক্তি পেতে যাচ্ছে ১৩টি ছবি। অতীতের রেকর্ড ভেঙে এবার অল্প সংখ্যক হলে এতোগুলো ছবি মুক্তির অসামাঞ্জস্য প্রতিযোগিতায় নামছে। এর মধ্যে বেছে বেছে ৮টি সিনেমা প্রদর্শন করতে যাচ্ছে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স।
সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ আহমেদ খবরটি জানিয়ে বলেছেন, রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাজলরেখা, মেঘনা কন্যা, মোনা: জ্বিন ২, গ্রিন কার্ড, আহারে জীবন এই সিনেমাগুলো ঈদে সিনেপ্লেক্সে চলবে। এবারই প্রথম এতগুলো বাংলা ছবি একসঙ্গে সিনেপ্লেক্সে চলবে।
সিনেপ্লেক্সে যারা ছবি দেখেন সেই সব দর্শক চাহিদা বিবেচনায় এনে ১২ ছবির মধ্যে এই ৮টি ছবি চূড়ান্ত করা হয়েছে।
মেজবাহ আহমেদ বলেন, যে সিনেমা যেমন সেটি তার ম্যারিটে চলবে। তবে আমরা দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাজলরেখা এই ছবিগুলোর প্রতি। দু-একদিনের মধ্যে স্টার সিনেপ্লেক্স অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে।
মুক্তি পেতে যাওয়া ১৩টি সিনেমা হচ্ছে, রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাজল রেখা, গ্রিন কার্ড, আহারে জীবন, লিপস্টিক, ডেড বডি, মোনা: জ্বিন ২, পটু, সোনার চর’, লিপস্টিক, মেঘনা কন্যা।
শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও সুনামের সঙ্গে সিনেমা প্রদর্শন করে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। রাজধানীর বসুন্ধরা সিটি (পান্থপথ) , সীমান্ত সম্ভার (ধানমন্ডি) , এসকেএস টাউয়ার (মহাখালী), সনি (মিরপুর), সামরিক জাদুঘর (বিজর সরণী)-তে একাধিক স্ক্রিন রয়েছে সিনেপ্লেক্সের।
চট্টগ্রাম ও রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা রয়েছে। সেখানের দর্শকরাও প্রতিনিয়ত দেশ-বিদেশের নতুন সব ছবি মুক্তির দিনেই দেখতে পারছেন! শিগগির সিনেপ্লেক্সের শাখা হিসেবে চালু হওয়ার কথা রয়েছে ঢাকার উত্তরা, বগুড়া, কুমিল্লাতে।
You must be logged in to post a comment.