সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

ঈদে চ্যানেল আইতে ৭ সিনেমা, ১৩ টেলিছবি, ১৫ নাটক

ফোরাম প্রতিবেদক / ১৯৬ জন দেখেছেন
আপডেট : জুন ২৮, ২০২৩
ঈদে চ্যানেল আইতে ৭ সিনেমা, ১৩ টেলিছবি, ১৫ নাটক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন ১৫ নাটক, ১৩ টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার
ঈদের দিন: প্রথম দিনেই দর্শক দেখবেন ‘ভাগ্য’। ছবিটি পরিচালনা করেছেন মাহবুবুর রশিদ মুন্না। অভিনয়ে মুন্না, নিপুন আক্তার, মাসুম আজিজ, সাবিহা জামান প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন: দর্শক দেখবেন বহুল আলোচিত বাংলা ছবি ‘অপারেশন সুন্দরবন’। পরিচালনায় দীপংকর দীপন। অভিনয়ে রিয়াজ, জিয়াউল রোশান, সিয়াম, আহমেদ, নুসরাত ফারিয়া, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

ঈদের তৃতীয় দিন: বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুনাম কুড়ানো ছবি ‘পায়ের তলায় মাটি নাই’। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ রাব্বি মৃধা। এটি হচ্ছে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। ছবিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, দীপান্বিতা মার্টিন, প্রিয়াম অর্চি প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: ‘হডসনের বন্দুক’। পরিচালনায় প্রশান্ত অধিকারী। অভিনয়ে লুৎফুর রহমান জর্জ, মৌসুমী হামিদ প্রমুখ।
ঈদের ৫ম দিন: চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম ছবি ‘ফিরে দেখা’। ছবিতে অভিনয় করেছেন নিরব, স্পর্সিয়া, রোজিনা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: বহুল আলোচিত হলিউড ছবি ‘ক্যাপ্টেন ফিলিপস’ এর বাংলা ডাবিং করা ছবিটি দেখতে পারবেন চ্যানেল আইয়ের দর্শক। ছবিতে অভিনয় করেছেন টম হ্যাস্কস, বারখাদ আব্দি, ফয়সাল আহমেদ প্রমুখ।

ঈদের ৭ম দিন: ঈদ আয়োজনের শেষ দিন রাশেদ শামীম স্যাম পরিচালিত ‘পরী’ ছবিটি দেখতে পারবেন দর্শক। অভিনয়ে ওমর সানি, দিলারা জামান, মোমেনা চৌধুরী, মীম মানতাশা, আমান রেজা, সেতু আজাদ, নওরিন, চিকন আলী প্রমুখ।

নতুন ১৩ টেলিফিল্ম
ঈদের দিন: টেলিফিল্ম ‘কিডনী’। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি। অভিনয়ে জিয়াউল হক পলাশ, চাষি আলম, মারজুক রাসেল, শরীফ আহমেদ জীবন প্রমুখ। টেলিছবিটি দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে ‘রুচির দুর্ভিক্ষ’। রচনা ও পরিচালনায় কচি খন্দকার প্রমুখ। অভিনয়ে মামুনুর রশীদ, মনিরা মিঠু, চাষী আলম, মুসাফির সৈয়দ, কচি খন্দকার প্রমুখ।

ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘আঁধার’। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে এটি। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে তৌসিফ মাহববু, তানজিন তিশা প্রমুখ।

ঈদের ৩য় দিন: টেলিফিল্ম ‘ভাইয়ের ঝামেলা আছে’। রচনা শফিকুর রহমান শান্তনু। পরিচালনায় জয়ন্ত রোজারিও। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখবেন টেলিফিল্ম ‘দ্য রাইটার’। ইজাজ আহমেদ মিলনের রচনায় এটি পরিচালনা করেছেন আহসান হাবিব আকিক। অভিনয়ে ইমন, জাকিয়া বারী মম প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: টেলিফিল্ম ‘ফিমেল ৩’। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি। অভিনয়ে মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষি আলম, মারজুক রাসেল, সাইদুর রহমান পাভেল প্রমুখ। দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে টেলিফিল্ম ‘মিশন জ্যাকপট’। রচনা ফাহরিয়ান চৌধুরী তন্ময়। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে ইয়াশ রোহান, তানিয়া বৃষ্টি প্রমুখ।

ঈদের ৫ম দিন: টেলিফিল্ম ‘ভাইব’ প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। রচনা দয়াল সাহা ও পরিচালনায় সানজিদ খান প্রিন্স। অভিনয়ে জাহের আলভী, ইফ্ফাত আরা তিথি, রকি খান, রুম্পা, মৌ শিখা প্রমুখ।

একই দিন বিকেল সাড়ে ৪টায় রয়েছে টেলিফিল্ম ‘হ্যান্ডস আপ’। রচনা মামুন চৌধুরী রিপন। পরিচালনায় গোলাম হাবিব লিটু। অভিনয়ে শ্যামল, অনিন্দিতা মিমি, মুকুল সিরাজ, নরেশ ভুঁইয়া প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: টেলিফিল্ম ‘ছদ্মবেশী তোমায় ভালবাসি’। রচনা নাহিদুল ইসলাম। পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে সাদিয়া আয়মান, সোহেল মন্ডল, নাদিয়া আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

এদিন বিকেল সাড়ে ৪টায় রয়েছে টেলিফিল্ম ‘বউ চোরা বক্কর’। রচনা ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। অভিনয়ে জাহিদ হাসান, আইরিন আফরোজ, শফিক খান দিলু প্রমুখ।

ঈদের ৭ম দিন: টেলিফিল্ম ‘গলার কাঁটা’ দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে জুনায়েদ বাগদাদী, রিয়া আফরিন, তারিক আনাম খান প্রমুখ।

এদিন বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে ‘সমাজপতি’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন রাশেদ শামীম স্যাম। অভিনয়ে শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক প্রমুখ।

ঈদে নতুন ১৫ নাটক
ঈদের দিন: ‘পাগলা হাওয়া বাদল রাতে’। প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে শাহেদ শরীফ খান, মাইমুনা মম, জীবন রায়, মাহা, আবুল হায়াত প্রমুখ। প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে আছে নাটক ‘কাকজোৎস্না’। রচনা মামুনুর রশীদ, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

ঈদের ২য় দিন: ভিকি জাহেদের বহুল প্রতীক্ষিত নাটক ‘পুনর্জন্ম অন্তিম পর্ব (প্রথম অংশ)। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার, নওশাবা, শাহেদ আলী সুজন প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। ‘পুনর্জন্ম’ অন্তিম পর্ব (দ্বিতীয় অংশ)। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৩য় দিন: নাটক ‘আমায় ছুঁয়ে দিলে’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, ললনা নুর, আবুল হায়াত, আনিসুর রহমান বাচ্চু প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

নাটক ‘বহিরাগত’। রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, তটিনী, রুনা খান প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘তরুলতার বিয়ে’। রচনা মিজানুর রহমান। পরিচালনায় আলমগীর সাগর। অভিনয়ে সালমান মুক্তাদির, রুকাইয়া জাহান চমক, মিলি বাশার, জিনাত রেহানা প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

নাটক ‘রবিন ভাই’। রচনা ও পরিচালনায় মুরসালিন শুভ। অভিনয়ে অপূর্ব, সাফা কবির, রিয়াদ, মিলি বাশার প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৫ম দিন: ‘নীতুর জন্য’। রচনা ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে তাসনিয়া ফারিন, শাশ্বত, আমিরুল হক চৌধুরী, ফখরুল বাশার প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

নাটক ‘পারুল’। রচনা শফিকুর রহমান শান্তনু। পরিচালনায় আলোক হাসান। অভিনয়ে সাফা কবির, মনোজ প্রামাণিক, রকি খান, শম্পা নিজাম, শাহেদ আলী সুজন প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: নাটক ‘ভূতের গার্লফ্রেন্ড’। রচনা পলক হাসান বাপ্পি, পরিচালনায় সৌরন খান পাঠান ও পলক হাসান বাপ্পি। অভিনয়ে জাহের আলভী, ইফ্ফাত আরা তিথি, সুমন পাটোয়ারী, তারিক স্বপন প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

নাটক ‘কফি বয়’। রচনা ও পরিচালনায় অনিরূদ্ধ রাসেল। অভিনয়ে জাহের আলভী, ইফ্ফাত আরা তিথি, আশরাফুল আশীষ প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৭ম দিন: নাটক ‘ঘড়ি’। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে মারজুক রাসেল, সারওয়াত আজাদ প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

নাটক ‘কপাল’। রচনা জুয়েল এলিন। পরিচালনায় সাইদুর রহমান রাসেল। অভিনয়ে সোহেল মন্ডল, অর্ষা প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান