এবার ঈদে মুক্তির মিছিলে যুক্ত হয়েছে ‘কাজলরেখা’ ও ‘লিপস্টিক’ শিরোনামের দুটি সিনেমা। বুধবার (৩ এপ্রিল) সেন্সর বোর্ডের অন্যতম সদস্য খোরশেদ আলম খসরু ছবি দুটির ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজল রেখা’ সিনেমাটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী।
বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ।
সরকারি অনুদানের এ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে।
অন্যদিকে সাজগোজ নিবেদিত রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা ‘লিপস্টিক’। এর গল্পে দেখা যাবে, গ্রামের এক কিশোরী বুচি, যার চোখেমুখে নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন।
সিনেমাটিতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
You must be logged in to post a comment.