বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

ঈদে ওটিটিতে চঞ্চলের দাপট

বিনোদন ডেস্ক / ৪৯ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ১০, ২০২৪
ঈদে ওটিটিতে চঞ্চলের দাপট
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদ উপলক্ষে বরাবরই চমকপ্রদ প্রস্তুতি রাখে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। এবারও সেই আয়োজনে রয়েছে আলোচিত সিনেমা ও সিরিজ। যেগুলো নিয়ে ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকমহলে উন্মাদনা শুরু হয়েছে। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ওটিটিতে এবার একচেটিয়া দাপট দেখাবেন তিনি। পাশাপাশি দুটি ওটিটি প্ল্যাটফর্মে থাকছে মৌসুমী, আহমেদ রুবেল ও পূজা চেরীরাও। দেখে নেওয়া যাক এবারের ঈদুল ফিতরের ওটিটি আয়োজন—

মনোগামী (চরকি)
ঈদ উপলক্ষে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। সংক্ষেপে যার নাম ‘মনোগামী’। বিভিন্ন চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, জেফার রহমান, সামিনা হোসেন প্রমুখ। এমনকি এ সিনেমা দিয়েই গায়িকা জেফারের আত্মপ্রকাশ ঘটছে অভিনেত্রী হিসেবে। এ ছাড়া প্রথমবার চঞ্চল চৌধুরীর সঙ্গে পর্দায় দেখা যাবে তাঁর ছেলে শুদ্ধকে। বাবা-ছেলে জুটির সঙ্গে সিনেমাটিতে দেখা মিলবে মা-মেয়ের জুটিও। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের এই তৃতীয় সিনেমায় একটি মুখ্য চরিত্রে রয়েছেন সামিনা হোসেন প্রেমা। পর্দায় তাঁর কন্যা রাইও থাকছে অভিনেত্রীর কন্যা হিসেবে। মানুষের জীবনের বিবাহিত ও প্রবাহিত দিক নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

রুমি (হইচই)
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতা চঞ্চল চৌধুরী ও নির্মাতা ভিকি জাহেদের একটি স্থিরচিত্র। তখনই দর্শকদের মাঝে মাতামাতির শুরু। ধারণা করা হয়, নতুন কিছু আসছে! অবশেষে সেটাই সত্যি হয় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের সাম্প্রতিক ঘোষণায়। হ্যাঁ, এই অভিনেতা-তারকা জুটি আসছেন গোয়েন্দা সিরিজ ‘রুমি’ নিয়ে। ঈদ উপলক্ষে বুধবার (১০ এপ্রিল) স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে উন্মুক্ত হতে যাচ্ছে এটি। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায়, একটি দুর্ঘটনায় রুমির মায়ের মৃত্যু হয়। তখন সেটাকে দুর্ঘটনা বলা হলেও পরে সন্দেহ তৈরি হয়। সেটা কি আসলেই দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড? দুর্ঘটনাক্রমে অন্ধ হয়ে যায় রুমি, এরপর অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে। সেই স্বপ্নের সূত্র ধরেই নামে হত্যারহস্যের সমাধানে। উন্মোচন হয় আরও রহস্য। রুমি কি পারবে সব রহস্যের সমাধান করতে? সেটাই জানা যাবে সিরিজটি মুক্তি পেলে। গোয়েন্দা আরিয়ান চরিত্রে দেখা যাবে আব্দুন নূর সজলকে। আরও রয়েছেন রিকিতা নন্দিনী শিমু, দীপা খন্দকার, আফিয়া তাবাসসুম, শাহাদাত হোসেন প্রমুখ।

দেশান্তর (আইস্ক্রিন)
২০২২ সালে মুক্তি পায় অভিনেতা-নির্মাতা আশুতোষ সুজন পরিচালিত সিনেমা ‘দেশান্তর’। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে কবি নির্মলেন্দু গুণের একই শিরোনামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। মুক্তির পর ব্যবসায়িকভাবে তেমন সাড়া না ফেললেও সিনেবোদ্ধাদের কাছে বিপুল প্রশংসা কুড়িয়ে নিয়েছিল সিনেমাটি। এবার ঈদ উপলক্ষে ওটিটি-তে মুক্তি পেতে যাচ্ছে এটি। স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত হবে চাঁদরাতে। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও আহমেদ রুবেল। অন্যান্য চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান, রোদেলা টাপুর, সুভাশিষ ভৌমিক প্রমুখ।

জ্বীন (বঙ্গ)
চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর হররধর্মী চলচ্চিত্র ‘জ্বীন’। পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা নাদের চৌধুরী। আর পূজার বিপরীতে এ ছবিতে জুটি বেঁধেছেন অভিনেতা সজল। গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত জ্বীন এবার আসছে ওটিটি-তে। চাঁদরাতে এটি মুক্তি পাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত হচ্ছে এটি। গল্পে দেখা যায়, বিয়ের পর নববধূর ওপর জ্বীন ভর করে। নানা ঘটন-অঘটন বাসা বাঁধে দাম্পত্যজীবনে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন, সহিদ উন নবী, সুজাতা, রোকেয়া রফিক বেবি, হিরা প্রমুখ। এদিকে, সিনেমাটির সিক্যুয়েল ‘মোনা: জ্বীন ২’ এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার এই ছবি পাকিস্তানেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান