রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

ঈদে এটিএন বাংলায় ৭টি চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার

বিনোদন প্রতিবেদক / ৩৭ জন দেখেছেন
আপডেট : জুন ৬, ২০২৫
ঈদে এটিএন বাংলায় ৭টি চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এ বছর ঈদের আগের দিন সহ মোট ৮ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। এটিএন বাংলার ঈদ আয়োজনে থাকছে ১৬টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। এবারের ঈদে দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে ৭টি চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার। এরমধ্যে ঈদের দিন দুপুর ২.৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র আমি শুধু চেয়েছি তোমায় । অশোক পাতি ও অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অংকুশ, শুভশ্রী, মিশা সওদাগর, বিক্রম, ডন, মেঘলা প্রমূখ। এছাড়াও টিভি প্রিমিয়ারের তালিকায় রয়েছে অনন্য মামুন ও জয়দ্বীপ মুখার্জ্জি পরিচালিত তুই শুধু আমার। সোহান চক্রবর্তী, মাহিয়া মাহি, ওম, হাসান ইমাম, বিশ্বনাথ বসু, পার্থ সারথী, রেবেকা অভিনীত এ চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের পরদিন দুপুর ২.৩০ মিনিটে।

ঈদে এটিএন বাংলায় ৭টি চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার

ঈদের ৩য়দিন দুপুর ২.৩০ মিনিটে প্রচার হবে মনতাজুর রহমান আকবর পরিচালিত চলচ্চিত্র ঘর ভাঙ্গা সংসার। অভিনয়ে ডিপজল, আঁচল, শিরিন শিলা, মিসা সওদাগর, শাহেন শাহ, বড়দা মিঠু, সেলিম আহমেদ। লেবু কাজী পরিচালিত ও অপু বিশ্বাস, জয় চৌধুরী, মিশা সওদাগর প্রমূখ। অভিনীত প্রেম প্রীতির বন্ধন চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের ৪র্থ দিন দুপুর ২.৩০ মিনিটে। ইয়েস ম্যাডাম চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২.৩০ মিনিটে। রাকিবুল আলম রাকিবের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, রেসি, শিপন মিত্র, কেয়া, প্রমূখ।

ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২.৩০ মিনিটে রয়েছে রফিক শিকদার এর ভোলা তো যায় না তারে। নিরব, তানহা তাসনিয়া, মাসুম আজিজ, সুব্রত, একা, নীলা আহমেদ প্রমূখ শিল্পীরা ছবিটিতে অভিনয় করেছেন। ঈদ অনুষ্ঠানমারার শেষ দিন দুপুর ২.৩০ মিনিটে প্রচার হবে মনতাজুর রহমান আকবর পরিচালিত চলচ্চিত্র অমানুষ হলো মানুষ। এতে অভিনয় করেছেন ডিপজল, মৌ খান, শ্যামল, প্রিয়াংকা জামান, রীনা খান, জয় চৌধুরী, বড়দা মিঠু প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান