বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

ঈদে আসছে আপন অপুর আমার চাঁদ

ফোরাম প্রতিবেদক / ১২৪ জন দেখেছেন
আপডেট : জুন ২৫, ২০২৩
ঈদে আসছে আপন অপুর আমার চাঁদ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদে প্রকাশ হচ্ছে সাহিত্যক, সাংবাদিক ও গীতিকার আপন অপুর লেখা নতুন গান ‘আমার চাঁদ’। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মাহবুব মিনেল। ‘আমার চাঁদ আজ জোছনা বিলায় অন্য কারও উঠোনে, যাচ্ছি আমি দুমড়ে-মুচড়ে নির্জন ঘরের কোনে’ এমন হৃদয়স্পর্শী কথার গানটির সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে গানটির ভিডিও দৃশ্যধারণ। মেহেদি বাপনের পরিচলনায় মডেল হয়েছেন আফসানা মিমি, সামির ও আপন অপু। দৃশ্যধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন। গানটি প্রকাশ হবে পরিচয় প্ল্যাটফর্ম থেকে।

গানটি প্রসঙ্গে গীতিকার আপন অপু বলেন- ‘গানটি গভীর অনুভব থেকে লিখেছি। প্রিয় মানুষটির অবহেলা, ছেড়ে যাওয়ার কষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, গানটির সুর, সঙ্গীত ও ভিডিও দৃশ্যায়ন অনেক ভালো হয়েছে। আশাকরি গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
মাহবুব মিলেন বলেন, ‘গানটি করার জন্য অনেক সময় নিয়েছি। চেষ্টা করেছি সেরাটা দেয়ার জন্য। শ্রোতারা নিরাশ হবে না আশাকরি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান