ঈদের হলগুলোতে ‘রাজকুমার’-এর রাজ! শাকিব খানের নতুন চলচ্চিত্রটি ঈদে মুক্তি পাচ্ছে ১২৬টি সিনেমা হলে। দ্বিতীয় অবস্থানে আছে শরীফুল রাজ অভিনীত ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘ওমর’। তারা পেয়েছে ২১টি হল।
অন্যরা আর কেউই দুই সংখ্যার ঘরে পৌঁছাতে পারেনি। এরমধ্যে জায়েদ খানের ‘সোনার চর’কে পছন্দ করেছে ৭টি প্রেক্ষাগৃহ। মুক্তির তালিকায় রয়েছে—রাজকুমার, ওমর, সোনার চর, জ্বীন-২, কাজলরেখা, দেয়ালের দেশ, আহারে জীবন, গ্রিন কার্ড, মায়া দ্য লাভ, লিপস্টিক ও মেঘনা কন্যা।
হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিবেশন করছে ভার্সেটাইল মিডিয়া। তারা জানায়, একক হল ও মাল্টিপ্লেক্স মিলে ১২৬টি হলে মুক্তি পাবে সিনেমাটি। আজ (১০ এপ্রিল) সবশেষ দুটি প্রেক্ষাগৃহ যুক্ত হয়েছে। আর সংখ্যাটা বাড়ার সম্ভাবনা নেই।
অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার ঘরে রয়েছে ‘জ্বীন ২’, ‘কাজলরেখা’ ও ‘গ্রিন কার্ড’। এই সিনেমাগুলো একক সিনেমা হলে মুক্তি পাচ্ছে না। তবে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসে একাধিক শো থাকছে। কিবরিয়া ফিল্মস পরিবেশন করছে ‘ওমর’ ও ‘আহারে জীবন’ সিনেমা দুটি।
জানা যায়, এবার পৌনে দুই শত হল ঈদে চালু থাকতে পারে। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘এবারের ঈদে দুইশ’র কাছাকাছি হল চালু হতে পারে। ৬০টি হল নিয়মিত বাকি ১২০টির মতো সিঙ্গেল হল ঈদ উপলক্ষে চালু হতে যাচ্ছে। তবে একেবারের সঠিক হিসাবটা ঈদের পরদিন বলা সম্ভব। কারণ আজও কয়েকটি হল রেডি হয়েছে বলে সংবাদ পেয়েছি।’
অন্যদিকে, হলসংখ্যা বেশি না হলেও ১৬টি ছবি মুক্তি দেওয়ার ঘোষণা এসেছিল। আসতে আসতে অনেকেই সরে গেছেন সেই অবস্থান থেকে। এরমধ্যে ‘ডেডবডি’ ছবির পরিচালক এমডি ইকবাল জানিয়েছেন ঈদের দুই সপ্তাহ পর তারা সিনেমাটি মুক্তি দেবেন।
You must be logged in to post a comment.