মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন

ঈদের চলচ্চিত্র দেখতে বেজায় ভীড়

ফোরাম প্রতিবেদক / ৮৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ২, ২০২৩
ঈদের চলচ্চিত্র দেখতে বেজায় ভীড়
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদের সময় ছোট পর্দার মত বড় পর্দাজুড়েও থাকে চমকপ্রদ সব আয়োজন। এই ঈদেও মুক্তি পেয়েছে পাঁচটি বাংলা সিনেমা। সুড়ঙ্গ, প্রিয়তমা, প্রহেলিকা, নিকোষ এবং এমআর নাইন। সিনেমা প্রেমীদের উৎসুক দৃষ্টি এসব চলচ্চিত্রের ওপর। দর্শকদের উপচে পড়া ভিড় আছে সিনেমা হল এবং সিনেপ্লেক্সেগুলোতে।

একটা সময় ছিলো যখন ঈদ মানেই বড় বাজেটের নতুন সব সিনেমা মুক্তি পেতো। মাঝে সেই সংস্কৃতিতে কিছুটা ভাটা পরলেও আবারো হলে ফিরতে শুরু করেছে সিনেমাপ্রেমীরা। ঈদের দ্বিতীয় দিনে সিনেপ্লেক্সের বাইরের এই ভিড় দেখলে তা সহজেই বোঝা যায়।

ঈদের দিনের ব্যস্ততা শেষে পরের দিনই অনেকে ছুটে এসেছে পর্দায় নতুন কি এলো তা দেখার জন্য। পরিবার পরিজন বা বন্ধুদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে চলচ্চিত্র একটা অনন্য মাধ্যম বলেই জানান তারা।

এবার ঈদেও মুক্তি পেয়েছে পাঁচটি বাংলা সিনেমা। এর মধ্যে গল্প এবং ট্রেইলারের জন্য বেশি আলোচনায় এসেছে আফরান নিশোর সুড়ঙ্গ এবং শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি। বাস্তব ঘটনার অবলম্বনে তৈরি সুড়ঙ্গের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়েছে নিশোর. তাই দর্শকদের আগ্রহ এবং প্রত্যাশার জায়গাটা অনেক।

এছাড়া চয়নিকা চৌধুরীর প্রহেলিকাও দর্শকদের হলে টানছে তার নিজেস্ব সিনেমাটোগ্রাফি দিয়ে।

সিনেমাগুলোর সব শোই এখন হাউজফুল। আগামী কয়েকদিনের টিকিটও প্রায় শেষ। হতাশ হয়ে অনেককে ফিরে যেতেও দেখা গেছে।

নান্দনিক গল্প এবং হলের পরিবেশ ভালো হলে বাংলা চলচ্চিত্র তার জৌলুস ফিরে পাবে বলেই মনে করেন সিনেমাপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান