প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের দিন : ঈদের দিন থাকছে চলচ্চিত্র ‘পায়ের ছাপ’। পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। অভিনয়ে মেঘলা মুক্তা, দীপান্বিতা মার্টিন প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ২য় দিন : চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। এ ছবিতে আরো অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, মনোজ প্রামানিক, ইন্দ্রানী ঘটক, কামরুজ্জামান তপু, শুভ্রা বিশ্বাস প্রমুখ। পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ৩য় দিন : ৩য় দিন চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’। আওয়াল রেজা নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন নাজনীন চুমকী, প্রাণ রায়, মিলি বাশার, মাজনুন মিজান, টইটই হেলালি, অর্নিমা তাবাসসুম, রাফিদ স্মরণ, কিংবদন্তি চৌধুরী, নাফিস জাবীর, আনোয়ারুল রাজিত, জহুরাতুল তায়েবা, মাহমুদা মাহা প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ৪র্থ দিন : চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শুন্যে উড়া’। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আব্দুল কাইউম। অভিনয়ে আবুল কালাম আজাদ, জয়িতা মহলানবিশ, উজ্জল কবির হিমু, সামিয়া আক্তার বৃষ্টি, সুমি ইসলাম, বাদল শহীদ, মাহমুদ আলম প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ৫ম দিন : চলচ্চিত্র ‘বসন্ত বিকেল’। পরিচালনা করেছেন রফিক শিকদার। অভিনয়ে তানভীর তনু, শিপন মিত্র, শাহ হুমায়রা সুবাহ, ওমর সানী, শাহনুর, সুচরিতা, অমিতাভ রেজা চৌধুরী, আমান রেজা, তানহা তাসনিয়া প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ৬ষ্ঠ দিন : চলচ্চিত্র ‘ মায়া দ্যা লষ্ট মাদার’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাসুদ পথিক। অভিনয়ে মুমতাজ সরকার, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, দেবাশীষ কায়সার প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ৭ম দিন : চলচ্চিত্র ‘ভাইয়ারে’ পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব। অভিনয়ে শবনম পারভীন, পীরজাদা শহীদুল হারুন, মাহমুদুল ইসলাম মিঠু, রাসেল মিয়া, এলিনা শাম্মী, সাখাওয়াত সাগর, জারা প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের সপ্তম দিন সকাল ১০.১৫ মিনিটে।
You must be logged in to post a comment.