বিদ্যা সিনহা মিম তার সহ-অভিনেতা ইয়াশ রোহানকে চড় দিচ্ছেন। তাও একটি দুটি নয়, একে একে ৯টি চড় দিয়েছেন। চড় খেয়ে ইয়াশ ভয়ার্ত মুখে পেছনে ফিরে আসেন।
চড় দেওয়ার এমনই একটি ভিডিও ক্লিপ ফেসবুকে প্রকাশ করেছে অভিনেত্রী মিম তার ভেরিফাইড একাউন্টে। ভিডিওটি শেয়ার করে মিম সিনেমার পরিচালক রায়হান রাফিকে উদ্দেশ্য করে লিখেন, এই দৃশটা ফেলে দিলা কেন?
ফেসবুকে প্রকাশিত ‘পরাণ’ সিনেমার দৃশ্যটিতে দেখা যায়, বিদ্যা সিনহা মিম সহ-অভিনেতা ইয়াশ রোহানকে চড় দিচ্ছেন। পরিচালকের পছন্দমতো না হওয়ায় তিনবার দৃশ্যটি ধারণ করতে হয়। এতে নয়বার ইয়াশের গালে থাপ্পড় মারেন মিম। কিন্তু সিনেমা মুক্তির পর সেই দৃশ্যটি ‘পরাণ’ সিনেমায় খুঁজে পাওয়া যায়নি।
চড় মারার দৃশ্যটি ছিল বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের দেখা হওয়ার প্রথম দৃশ্য। এতে কলেজের কিছু ছেলে ইয়াশকে ক্যাম্পাসে র্যাগ দেয়। তারা বলে, পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে গিয়ে বলতে হবে আই লাভ ইউ। ‘তোমাকে ভালোবাসি’ বলায় মিম ইয়াশকে থাপ্পড় মারেন। ঠিকমতো দৃশ্যটি করতে নয়বার থাপ্পড় মারতে হয়।
মিমের শেয়ার করা সেই ভিডিওতে পরিচালক রায়হান রাফি মন্তব্য করেছেন, ‘তোমাকে আস্তে মারতে বলছিলাম আমি।’ সেখানে ইয়াশও মন্তব্য করেন, ‘আমিও বলেছিলাম আস্তে মারতে।’
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’ দেশের প্রেক্ষাগৃহে ষষ্ঠ সপ্তাহেও চলছে সগৌরবে। এছাড়া সিনেমাটি অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাচ্ছে। দর্শকদের চাহিদার কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, কাতার, ফিনল্যান্ডসহ শিগগির ১৯ দেশে পর্যায়ক্রমে মুক্তি পাবে।
You must be logged in to post a comment.