মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

ইসরায়েল থেকে নুসরাত ফিরছেন ভারতে

বিনোদন ডেস্ক / ৮১ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৮, ২০২৩
ইসরায়েলে থেকে নুসরাত ফিরছেন ভারতে
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। এরই মধ্যে ইসরায়েলের ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় সেখানে আটকা পড়েছেন তিনি। তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছিল না।

পরে অভিনেত্রীর টিমের এক সদস্য জানান, এক বেসমেন্টে আপাতত আশ্রয় নিয়েছেন তিনি। যদিও তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছিল না নুসরাতের সঙ্গে। তবে অবশেষে কাটল চিন্তার মেঘ।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বার্তা সংস্থা এএনআই-কে নুসরাতের টিমের এক সদস্য বলেছেন, ‘আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আর অ্যাম্বাসির সাহায্য নিয়ে ওকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তিনি সুস্থ আছেন এবং ভারতে ফিরছেন।’

নুসরাতের টিমের এক সদস্য এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে, তখন সে একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন।’

তিনি আরও বলেন, ‘তবে তারপর থেকে, আমরা সংযোগ করতে পারছিলাম না আর নুসরাতের সঙ্গে। ওকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন।’

ইসরায়েল সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছিল যে, তিনি নিরাপদে বিমানবন্দরে পৌঁছেছিলেন কিন্তু বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে ফ্লাইটে উঠতে পারেননি এবং ইসরায়েলেই অপেক্ষা করছিলেন ভারতে ফেরার ফ্লাইটের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান